"রবীন্দ্রনাথ : অন্য আলোয় ঈশ্বর আত্মা কারণ" বইটি সম্পর্কে ভেতরের কিছু অংশ:
রবীন্দ্রনাথকে অনেক আলােতেই দেখা যায়, সব । দেখাই সত্যি, সব দেখাই মনােহর, সব দেখাই। রহস্যের নবতর উন্মােচন। তাকে বুঝতেই অনেকসময়ই আমরা খুব একটা স্বচ্ছন্দ না - ?) কেমন যেন রহস্যঘেরা, অস্পষ্ট আর ধোঁয়াশা মনে হয়। কিন্তু কিছু সাধারণ ধারণা’ পুরাে রবীন্দ্ররচনা আস্বাদনে একটা ভিন্ন মাত্রা এনে দিতে পারে। সেটাকে লক্ষ্য করেই মূলত কিছু গান আর কবিতাকে ধরে লেখক অগ্রসর হয়েছেন; সেই রহস্যের জাল খােলার চেষ্টা করেছেন এই গ্রন্থে। রবীন্দ্র-রচনার এই বিশ্লেষণের মাধ্যমে পাশ্চাত্য এবং ভারতীয় দর্শনের সাথে এক মনােহর পরিচয় ঘটবে পাঠকের। দর্শনের গৃঢ় প্রশ্নগুলাে সাবলীল আর ঝরঝরে ভাষায় ব্যাখ্যা করেছেন লেখক। রবীন্দ্রনাথের অতি পরিচিত গান আর কবিতার শরীর থেকে দর্শনের আস্বাদ নিতে নিতে পাঠক এক ভিন্নতর অভিজ্ঞতায় সিক্ত হবেন।