রেনেসন্স আসলে কী? রেনেসন্স মানে কি ইহলৌকিকতা ? মান-বমুখিতা? অতীতের পুনরুত্থান?বঙ্গদেশেও কি সত্যি সত্যি রেনেসন্স হয়েছিল এসব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তুলে ধরেন লেখক গ্রন্থে । লেখকের বক্তব্যঃ রেনেসেন্স নিয়ে লেখার প্রধান কারণ, আমরা এখন একধরনের অন্ধকার যুগে বাস করছি। রেনেসন্স যে প্রাচীনের ওপর পুনর্নির্মাণ, সেটা সঠিকভাবে বোঝার জন্য ছবির সঙ্গে তুলনামূলক বিশেষণ প্রয়োজন বলে বইয়ে রাখা হয়েছে ৯১টি ছবি।