সালাফদের জীবনকথা (পেপারব্যাক) | বইবাজার.কম

সালাফদের জীবনকথা (পেপারব্যাক)

    4.67 Ratings     3 Reviews

বইবাজার মূল্য : ৳ ২৪০ (২৫% ছাড়ে)

মুদ্রিত মূল্য : ৳ ৩২০

প্রস্তুতকারক : সমকালীন প্রকাশন





WISHLIST


Overall Ratings (3)

Md.Al-Imran Hemel
22/04/2020

অসাধারণ একটা বই খুবই ভাল লেগেছে। সুন্দর শব্দ ব্যবহার করা হয়েছে এখানে। বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্দর একটা বই


Sohag
04/04/2020

একটা দৃশ্যকল্প জুড়ে লিখে রাখা হয়েছে কিছু মানুষের জীবন ও যাপনের ইতিহাস। সেই সব মানুষ, যাদের ছোঁয়ায় বদলে গেছে আরো হাজারটা মানুষ। যাদের পদাঘাতে ধন্য হয়েছে ধূলোমলিন ধরাধাম। রুক্ষ মরুর বুকে যারা বুনেছে আশার বীজ। ঈমান ও আমলের মালা হাতে যারা ছড়িয়ে গেছে গ্রামে, নগরে, বন্দরে আর দেশে দেশে। মালা থেকে খুলে মানুষের হাতে তুলে দিয়েছে সুগন্ধি ফুল। সে ফুলের সৌরভে সুরভিত হয়ে আছে সমগ্র জগৎ। মহামানবদের জীবন-যাপনের এক নয়নাভিরাম দৃশ্যকল্পের নাম ‘সালাফদের জীবনকথা’। এখানে আমরা সালাফদের জানতে থাকি আর আমাদের মাথা নিচু হতে থাকে। অজ্ঞতা আর নিষ্ক্রিয়তার সব মানদণ্ডে আমরা নেমে যেতে থাকি নিম্ন থেকে আরও নিম্নতর স্তরে। মনে হতে থাকে আমাদের বোধয় ঝুলিতে কিছু নেই—না জ্ঞান, না আমল। তবে আমরা আশার আলোও দেখতে পাই। চোখের সামনে ভেসে উঠতে থাকে তাদের আত্মত্যাগ, সাধনা এবং নিরলস পরিশ্রমের চিত্র। তাতে আমাদের মনেও সাহসের চারা সঞ্চার হয়, একটি-দুটি করে শাখা বিস্তার করে এবং পরিণত হয় মহিরুহে। নতুন উৎসাহ আর উদ্যমে আমরা এগিয়ে যাবার স্বপ্ন দেখতে শুরু করি ঈমানি জীবন ও যাপন সাজাবার। নিজেকে মুসলিম হিসাবে প্রতিষ্ঠার অন্যতম এক ধাপ ইসলামের এই সব মহান পুরুষদের অধ্যয়ন এবং বাস্তব জীবনে তাঁদের ইমান আর আমলের প্রতিফলন ঘটানো। আর এই মুসলিম হয়ে ওঠার সাধনায় আপনার সহযোগী হোক সমকালীন প্রকাশনের বই ‘সালাফদের জীবনকথা’।


Al amin
02/04/2020

যায়েদ ইবনু সাবিত রাযিয়াল্লাহু আনহু বলেন,  উহুদ যুদ্ধের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে সাদ ইবনু রবীআর খোঁজে পাঠান। তিনি আমাকে বলে দেন, যদি তুমি তাকে জীবিত অবস্থায় পাও, তাহলে আমার পক্ষ থেকে সালাম দিয়ো এবং বলো—আল্লাহর রাসূল জানতে চেয়েছেন, তুমি কেমন আছ? এরপর আমি শহীদদের মাঝে তাকে খুঁজতে থাকি। একসময় পেয়েও যাই। তিনি তখন মুমূর্ষ অবস্থায় অন্তিম মুহূর্ত পার করছিলেন। তার গায়ে ৭০টিরও বেশি আঘাত ছিল। আমি তাকে নবীজির বলা সবকথা খুলে বললাম। উত্তরে তিনি বললেন, আল্লাহর রাসূলের ওপর শান্তি বর্ষিত হোক এবং তোমার ওপরও। তুমি গিয়ে তাকে বলবে,  ইয়া রাসূলাল্লাহ, আমি জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি!  আর আমার স্বজাতি আনসার ভাইদের বলবে,  তোমাদের দেহে এক ফোঁটা রক্ত থাকতেও যদি রাসূলুল্লাহর গায়ে কোনো আঘাত লাগে, তবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সম্মুখে তোমাদের জবাবদিহি করতে হবে। যায়েদ ইবনু সাবিত বলেন, এ কথা বলে তিনি শেষ-নিঃশ্বাস ত্যাগ করেন। রাযিয়াল্লাহু আনহু।  [সিয়ারু আলামিন নুবালা : ১/৩১৯]


PAYMENT OPTIONS

Copyrights © 2018-2024 BoiBazar.com