জীবনের অভিজ্ঞতাগুলো চলমান ছবির মতো এঁকে দিয়েছেন শব্দ দিয়ে। ভাষার বহমান ধারা যে দৃশ্য তৈরি করেছেÑ তাতে একজন পুরোপুরি আলী যাকেরের জীবনচিত্র প্রকাশ করে। যা রং মাখানো নয়, অভিনয় জীবনের যে দুর্দান্ত ঘটনা রকমারী অভিজ্ঞতাÑ এক মলাটে অন্তর্হিত এই বইয়ে।
Overall Ratings (0)