ফ্ল্যাপের কিছু কথাঃ শিপরা, টিপরা, ইপরা-তিনজন পিঁপড়াকর্মী।কর্মী-পিঁপড়াদের বড় কষ্ট।এরা অনেক পরিশ্রম করে।অন্য পিঁপড়াদের সঙ্গে যুদ্ধ করে।সেবাযত্ন করে রানীদের। একবার বন্যায় খুব খাবারের অভাব দেখা দেয়।শিপরা টিপরা আর ইপরা মিলে অভিযান চালায় চিনির বয়ামে। এর আটকা পড়ে বয়ামে। তারপর কতো লড়াই-সংগ্রাম করে যে এরা মুক্তি পায়। আর পিঁপড়ারাজ্যের জন্যে এন দেয় অনেক অনেক চিনি। তুব রানীর চোখে এরা অপরাধী।আর মুশকিল হলো, এদের রাজ্যে রাণী একজন নয়, দুজন।ইপরাকে বন্দি করা হয়। কিন্তু কেন?