তদন্তে ভুল ছিল! কী ভুল ছিল? সাব-ইন্সপেক্টর নরেশ খুনের স্পট ঘুরে এসে নানারকম গল্প শোনালেন তার বসকে। দুঁদে ইন্সপেক্টর গালগল্পে বিশ্বাস করেন না। তিনি আরো ডিটেলে কেসের ব্যাপারে জানতে চান। আশকারা পেয়ে রীতিমতো আষাঢ়ে গল্প ফেঁদে বসলো এসআই নরেশ। বলে, এটা একটা লোমহর্ষক খুন স্যার। আমি নিজের চোখে দেখে এসেছি স্যার। ভিকটিম খুব জ্ঞানী লোক ছিলেন স্যার। মরার আগেও তিনি বই পড়ছিলেন। প্রাইভেট গোয়েন্দা ‘অলোকেশের ডিটেকটিভ সিরিজ’।
বই পড়ছিলেন! তার মানে আচমকা খুন! মাথা নাড়লেন ওসি সাহেব। তাতে আরো আশকারা পায় নরেশ। বলে কি না ভিকটিমের টেবিলে বইখানা খোলা ছিল। ৩৩-৩৪ পৃষ্ঠা পড়ছিলেন তিনি।