আগুন ডানার পাখি - রহীম শাহ | বইবাজার.কম

আগুন ডানার পাখি

    5 Ratings     1 Reviews

বইবাজার মূল্য : ৳ ১৬০ (২০% ছাড়ে)

মুদ্রিত মূল্য : ৳ ২০০





WISHLIST


Overall Ratings (1)

Protiva Prokash
28/07/2020

বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বাংলা সাহিত্যের একটি চলমান বিষয়। আগুন ডানার পাখি একটি মুক্তিযুদ্ধভিত্তিক কিশোর উপন্যাস। মুক্তিযুদ্ধের কিশোর বকুল কাহিনির মূল নায়ক হলেও আরও দুটি প্রধান চরিত্র এ বইকে আকর্ষণীয় করেছে। এর একটি চরিত্র হচ্ছে বকুলের মা এবং অন্যটি হচ্ছে বকুলের নিত্য সহচর একটি অলীক পাখি। পাখিটিকে এখানে লেখক ব্যবহার করেছেন ঐশ্বরিক শক্তি হিসেবে। বহু বিষয় নিয়ে রহীম শাহ'র কাজ। তবে সব কাজেরই অভীষ্ঠ পাঠক ছোটোরা। আর কে না জানেন, শিশু-কিশোরদের জন্য লেখার কাজটা খুব সহজ নয়। শিশুদের মন জয় করতে হলে, লেখককেও মনোজাগতিক দিক থেকে শিশু হতে হয়। শিশুদের মনস্তত্ত¡, ভালোলাগা-মন্দলাগা, ওদের আচরণ, এক কথায় ছোটোদের মনের বিচিত্র অনুভ‚তির সঙ্গে লেখককেও একাত্ম হতে হয়, উপলব্ধি করতে হয়। সবাই তা পারেন না। রহীম শাহ পেরেছেন। পেরেছেন বলেই অভিনন্দিত তিনি তাঁর পাঠকদের কাছে। ভালো লেখা শুধু শিশুদের কেন, তা সবারই মন ছুঁয়ে যাবে। সেখানেই একজন লেখকের সার্থকতা। একজন লেখক কতটা নিবেদিতপ্রাণ হলে এত নানা বিষয়ে কাজ করতে পারেন, সেটি সচেতন পাঠক তো বটেই, লেখকমাত্রই উপলব্ধি করবেন।


PAYMENT OPTIONS

Copyrights © 2018-2024 BoiBazar.com