ফ্ল্যাপের কিছু কথাঃ ১৯৭১ বাঙালির জীবনের আলোকোজ্জ্বল অস্থির এক সময়।বাঙালির মুক্তি সংগ্রাম আর বিশ্ববিদ্যালয়ের সহপাঠী দুজন তরুণ তরুণীর না বলা প্রেম এই উপন্যাসে প্রধান উপজীব্য। তাদের প্রেম ব্যক্ত হবার আগেই বেজে উঠে যুদ্ধের দামামা। মুক্তিযুদ্ধ শুরু হবার মুহুর্তে পরস্পরের না বলা কথা প্রকাশের সুযোগ হয়, কিন্তু ততক্ষণে তারা দুজন দুজনার দৃষ্টি সীমার অনেক দূরে। একজন অস্ত্র হাতে যুদ্ধের ময়দানে দেশের মানুষের মুক্তির জন্য, স্বাধীনতার জন্য প্রাণপন যুদ্ধ করে যাচ্ছে। যুদ্ধ করছে তার ভালোবাসাকে ফিরে পাবার জন্য । আরেকজন দেশের ভেতরে থেকে হায়েনার লোলুপ দৃষ্টিতে পড়ে পালিয়ে বেড়াচ্ছে এখান থেকে সেখানে। এমনই অস্থির সময়, সংকট, বিপন্ন মানুষ, দেশ, ভালোবাসা উঠে এসেছ সাহানা খানম শিমুর লেখনীতে।কঠিন সময়কে, সমাজের ঘাত প্রতিঘাতকে সহজতর করে উপস্থাপনের কৃতিত্ব সাহানা খানম শিমুর সহজাত, এ উপন্যাসও তার ব্যতিক্রম নয় । প্রতিটি চরিত্রের প্রতি সুবিচার করে তিনি তার ক্ষেত্র প্রসারিত করেছেন অনুপম লেখণীর মাধ্যমে। মুক্তিযুদ্ধ আর প্রেম একাকার হয়ে মূর্ত হয়ে উঠেছে ‘একাত্তরের দিনরাত্রি’ উপন্যাসে। শিমুর অন্যান্য উপন্যাসের মত এ উপন্যাসও বিদগ্ধ পাঠকের দৃষ্টি আকর্ষণ করবে বলেই আমার বিশ্বাস।