দু-চারজন হাতে-গােনা মানুষ ছাড়া সুস্বাদু খাবার খেতে ভালােবাসে না কে? দিন পাল্টেছে। সুস্বাদু খাবারের সঙ্গে সঙ্গে যােগ হয়েছে শৈল্পিক উপস্থাপনার বিষয়টিও। এই রান্না, রন্ধনপ্রণালি আর তার শৈল্পিক উপস্থাপন বিষয়গুলাে এখন যে কতটা জনপ্রিয় তা বােঝা যায় মঙ্গলবার এলেই। প্রথম আলাের মঙ্গলবারের আয়ােজন 'নকশা'। বেশ কিছুদিন আগে একবার নকশায় রন্ধনপ্রণালি বা রেসিপি ছিল না। সারা দেশ থেকে পাঠকেরা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিলেন। সেই থেকে রেসিপি ছাড়া আর নকশা প্রকাশিত হয়নি। প্রতি সপ্তাহে নিয়মিত রন্ধনপ্রণালি প্রকাশ করার পাশাপাশি বিশেষ দিনে, উৎসব-পার্বণে বিশেষ হাতে বিশেষ রান্নাও প্রকাশিত হয়েছে নকশায়। শিল্পী তরুণ ঘােষের সরষে ইলিশ কিংবা অভিনেতা এ টি এম শামসুজ্জামানের নারকেল-মুরগির মতাে রেসিপিও পাঠকের প্রশংসা পেয়েছে। নকশায় প্রকাশিত রেসিপিগুলাে মলাট-বন্দী করে প্রকাশিত হচ্ছে প্রথমা প্রকাশন থেকে। পাঠকদের সুবিধার কথা ভেবে মাছ, মাংস, সবজির রেসিপি আলাদা আলাদা মলাটে প্রকাশ করা হচ্ছে।
আনিসুল হক
আনিসুল হক ৪ মার্চ ১৯৬৫ সালে রংপুরের নীলফামারীতে জন্মগ্রহণ করেন। তিনি রংপুর পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়, রংপুর জিলা স্কুল, রংপুর কারমাইকেল কলেজ এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। ছাত্রাবস্থা থেকেই সাহিত্য ও সাংবাদিকতার প্রতি তাঁর আগ্রহ ছিল, এবং তিনি বিসিএস পরীক্ষা দিয়ে প্রকৌশলী হিসেবে সরকারি চাকরিতে যোগ দিলেও ১৫ দিনের মধ্যে সাংবাদিকতায় ফিরে আসেন। বর্তমানে তিনি একটি প্রথম শ্রেণির জাতীয় দৈনিকে সহযোগী সম্পাদক হিসেবে কর্মরত। সাহিত্যে তাঁর অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার, সিটি আনন্দ-আলো পুরস্কার, খালেকদাদ চৌধুরী পদক, সুকান্ত পদক, এবং ইউরো সাহিত্য পুরস্কারসহ বিভিন্ন সম্মাননা লাভ করেছেন।