ফ্ল্যাপে লিখা কথা আনিসুল হক যখন নিষ্পাপ ছিল, তখন সে খোলা চিঠি লিখেছিল সুন্দরের কাছে- লিখেছিলেন হুমায়ূন আজাদ। খোলা চিঠি সুন্দরের কাছে- আনিসুল হকের প্রথম কবিতার বই। যখন বেরোয়, তখনো তিনি ছাত্র, পড়েন প্রকৌশলশাস্ত্রে। তারপরন কেটে গেছে চব্বিশ বছর। প্রকৌশল -শিক্ষার্থীর ভুল ও কোনোটির কথা আজও মনে রেখেছেন কোনো-না কোনো সহৃদয় পাঠক, প্রশয়পূর্ণ সমালোচনা লিখেছেন কোনো জ্যেষ্ঠ কবি। ‘তুই কি আমার দুঃখ হবি’, কিংবা ‘মানুষ জাগবে ফের’ এখনো ফেরে মানুষের মুখে মুখে। ইউটিউবে পাওয়া যায় এসবের আবৃত্তি। এ দুই যুগে তিনি কবিতা লিখে গেছেন প্রায় নিয়মিত, যদিও কথাসাহিত্যিক , কলামলেখক, নাট্যকার আর চলচ্চিত্রলেখকের খ্যাতির সঙ্গে কবিতা পেরে উঠছে না যেন। কিন্তু তিনি বলেন, কবিতাই তাঁর প্রথম ভালোবাসা। তাঁর ভুল ও ভালোবাসার নাম কবিতা, তারই সঞ্চয় এই গ্রন্থ।
আনিসুল হক
আনিসুল হক ৪ মার্চ ১৯৬৫ সালে রংপুরের নীলফামারীতে জন্মগ্রহণ করেন। তিনি রংপুর পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়, রংপুর জিলা স্কুল, রংপুর কারমাইকেল কলেজ এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। ছাত্রাবস্থা থেকেই সাহিত্য ও সাংবাদিকতার প্রতি তাঁর আগ্রহ ছিল, এবং তিনি বিসিএস পরীক্ষা দিয়ে প্রকৌশলী হিসেবে সরকারি চাকরিতে যোগ দিলেও ১৫ দিনের মধ্যে সাংবাদিকতায় ফিরে আসেন। বর্তমানে তিনি একটি প্রথম শ্রেণির জাতীয় দৈনিকে সহযোগী সম্পাদক হিসেবে কর্মরত। সাহিত্যে তাঁর অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার, সিটি আনন্দ-আলো পুরস্কার, খালেকদাদ চৌধুরী পদক, সুকান্ত পদক, এবং ইউরো সাহিত্য পুরস্কারসহ বিভিন্ন সম্মাননা লাভ করেছেন।