পুরাে নাম মােল্লা মাহফুজ আল-হােসেন। জন্ম ১৯৬৮ সালের ২২ নভেম্বর কুষ্টিয়া জেলার নওদাখাড়ারা গ্রামে-মাতুলালয়ে। শৈশবের কিছু সময় কেটেছে পৈত্রিক নিবাস চুয়াডাঙ্গার মুন্সিগঞ্জে। বেড়ে ওঠা ও বসবাস ঢাকা শহরে ।। আইনজীবী বাবা এবং সমাজসেবী মায়ের পাঁচ সন্তানের মধ্যে দ্বিতীয়। হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর, আইনশাস্ত্রে স্নাতক এবং সিএ কোর্স সমাপন সত্ত্বেও আশৈশব বেহিসেবি সময় ব্যয় করেছেন স্বভাষার এবং বিশ্বসাহিত্যের উল্লেখযােগ্য রচনাবলির নিবিড় পাঠে যা’ অদ্যাবধি অব্যাহত। কর্মজীবনে নিয়ােজিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার-এর দায়িত্বে এবং তৎপূর্বে এ প্রতিষ্ঠানের অর্থ ও হিসাব বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন সুনামের সাথে। কর্মস্থলের গুরুদায়িত্বের পাশাপাশি বিগত দুদশকের অধিককাল বাংলা এবং ইংরেজি ভাষায় কবিতা রচনা ছাড়াও মননশীল প্রবন্ধ, সাহিত্য সমালােচনা এবং কাব্যানুবাদের মতাে সৃজনশীল লেখনিতে নিজেকে ব্যস্ত রেখেছেন। তার এসব কবিতা ও রচনাবলি দেশ-বিদেশের সংবাদপত্র ও সাময়িকীতে নিয়মিতভাবে প্রকাশিত হয়ে আসছে। উন্নয়ন সংস্থায় কর্মরত স্ত্রীর সঙ্গে দীর্ঘ চব্বিশ বছরের প্রেমময় দাম্পত্যজীবনে কোনাে সন্তানাদি না এলেও ভাগ্যবঞ্চিত শিশুদের লেখাপড়া ও জীবনমান উন্নয়নের কাজে অবসর সময় ব্যয় করতে ভালােবাসেন দুজনেই ।