তৃতীয় এই কবিতার বইয়ে মােট সায়ত্রিশটি কবিতা আছে। তার মধ্যে এখন আমাদের কাজ আছে, সেই পরমা প্রহর’- এই দুটি কবিতায় গ্রাম বাংলার চিরাচরিত রূপের অবক্ষয়, বিচ্যুতি; প্রিয় বাংলাদেশ যে আমাদের প্রেয়সীর মতাে সেই অনুভূতি উচ্চারণ করার চেষ্টা করা হয়েছে। বাকী কবিতাগুলাে স্মৃতির সাথে কল্পনার রঙ মেশানাে অনুরাগের কবিতা। কবিতাগুলােতে যতটুকু স্মৃতি তার থেকে ভালাে লাগা নানা রঙের ছোঁয়া প্রবল। সে সব রঙ খুঁজতে গেলে হয়তাে রঙধনুর সাত রঙে নেই এমন রঙের অস্তিত্বও পাওয়া যাবে। পাঠকগণের ভালাে লাগলে সার্থক হবে এ প্রয়াস। বানান বিভ্রাট হয়তাে থেকেই গেলাে। সকলের কাছে ক্ষমাসুন্দর দৃষ্টির কামনা থাকলাে। অকৃত্রিম ধন্যবাদ ও কৃতজ্ঞতা থাকলাে জনাব এম.এম. তারিকুজ্জামান, প্রভাষকরাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সরকারি ব্রজমােহন কলেজের প্রতি। ধন্যবাদ থাকলাে মােঃ মহিউদ্দিন সােহাগের প্রতিও। বিশেষ ধন্যবাদ জানাই নিকটতম বন্ধুপ্রতিম বিএম কলেজের সহকর্মী প্রফেসর মাে. আসাদুজ্জামান, বিভাগীয় প্রধান অর্থনীতি বিভাগ; প্রফেসর খান মাে. গাউস মােসাদ্দিক, বিভাগীয় প্রধান রাষ্ট্রবিজ্ঞান বিভাগ; জনাব আকতার উদ্দীন, সহযােগী অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ; জনাব মাে. মাহাবুবুর রহমান, সহকারী অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ প্রমূখকে, যাঁদের দোয়া, উৎসাহ ও অনুপ্রেরণা লেখার কাজে সবসময় আমাকে জাগিয়ে রাখে। ধন্যবাদ জানাই এ্যামেচার ফটোগ্রাফার স্নেহাস্পদ তরুণ কর্মকারকে, যে আমার লেখার কাজে নানা ভাবে সহায়তা দিয়েছে।