চলমানচিত্র বইটি বের করার পরিকল্পনা বা প্রস্তুতি বছর চারেক আগেও ছিল না। কর্মসূত্রে নানা সংবাদপত্রে লেখাগুলাে লিখেছি। বই হবে সেই ভাবনা মাথায় ছিল না। আমাকে প্রাবন্ধিক-কবি আহমদ মাজহার পরামর্শটা দিলেন। এ বইটিতে সংকলিত হয়েছে নাট্যকার ও কথাসাহিত্যিক অরুণ চৌধুরীর নানা সময়ে নানা কাগজে লেখা কিছু অনুভূতির কথা। নিয়েছেন ইন্টারভিউতে জানালেন, লেখাগুলাে নিয়ে যদি একটা নাতিদীর্ঘ গ্রন্থ প্রকাশিত হয় তবে স্বাভাবিকভাবে এখানে বিভিন্ন সময়ের ঘটনা পাঠকদের সামনে আসবে। লেখাগুলোতে ধরার চেষ্টা করা হয়েছে সময়কে। সাময়িক ভাবনা, দুর্ভাবনা, স্বপ্ন আর বাস্তবতাকে। একসঙ্গে পাঠকরা পাবেন এমন কিছু কথা, যা দেখা হয়েছে দুই চোখে, লেখা হয়েছে এক কলমে। একেবারে সিধেসাদা চিন্তায়, সহজসরল বাক্যে। এক মলাটে পাঠকরা সময়'কে জানতে পারবে । সেই থেকে সংগ্রহ ও সংকলন।
অরুণ চৌধুরী
অরুণ চৌধুরীর জন্ম ১০ মে ১৯৫৫, কুমিল্লা শহরে। স্কুল কলেজ একই শহরে। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে, রসায়ন বিভাগে সন্মান ডিগ্রি। বাবা
কাজ দিয়ে কর্মজীবনের শুরু। | তারপর দৈনিক ইত্তেফাক-এ প্রুফ রিডার, মূলধারা সিনেমায় সহকারী পরিচালনা, সবশেষে সাংবাদিকতা। সাংবাদিকতার পাশাপাশি গল্প, উপন্যাস আর | ১টি প্রবন্ধের বই লিখেছেন। নাটক লেখা ও পরিচালনা সূত্রে পেয়েছেন বেশকিছু পুরস্কার। বিদেশে বিখ্যাত বাঙালিদের সাক্ষাঙ্কার নেয়া উপলক্ষে ঘুরেছেন বেশ কিছু দেশ।