ফ্ল্যাপের কিছু কথাঃ বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের একজন কিংবদন্তী অভিনেতা যাকে সবাই মহানায়ক বলেই সম্ভোধন করেন, তিনি সবার প্রিয় দেবদাসখ্যাত বুলবুল আহমেদ। তিনি মুধু চলচ্চিত্রেই নয়, টেলিভিশন, রেডিও এবং বিজ্ঞাপনসহ শিল্পের অন্যান্য মাধ্যমেও সফলতার স্বাক্ষর রেখেছেন। অভিনেতা, পরিচালক এবং প্রযোজক বুলবুল আহমেদকে নিয়ে তৈরী ‘একজন জীবন্ত কিংবদন্তীর কথা’ প্রামাণ্যচিত্রটি চ্যানেল আইতে প্রদর্শিত এবং সর্বমহলে প্রশংসিত হয়, যার ব্যাপ্তিকাল ছিল ৪৫ (পঁয়তাল্লিশ) মিনিট। এটি নির্মাণ করার সময় আমি আমার বাবাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে, তাকে নিয়ে একটি আত্মজীবনী লিখব, যেখানে তিনি তার সব জানা এবং অজানা কথা বলবেন। কিন্তু দুর্ভাগ্যবশত : তার আকস্মিক চলে যাবার কারণে তা আর সম্ভব হয়ে উঠেনি। সেই প্রতিশ্রুতি রক্ষা করতেই তাকে নিয়ে একটি জীবনী লিখেছি, যেখানে তার বাল্যজীবন থেকে জীবনাবসান পর্যন্ত তার বক্তিগত, পারিবারিক এবং বর্ণাঢ্য শিল্পীজীবন এবং অবসর সময় সম্পর্কে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে এবং নানা বিষয়ে তার দেয়া কিছু সাক্ষাৎকার এর অংশ বিশেষ তুলে ধরা হয়েছে। তার ব্যক্তি জীবন এবং শিল্পচর্চার অসংখ্য ছবি এবং বিভিন্ন সময়ে তার দেয় কিছু পরিচালক সহকর্মী এবং পরিবারের আপনজনের লেখাও থাকছে এই জীবনীতে। একজন স্নেহধন্য কন্যা হিসেবেই শুধু নয়, একজন শিল্পী হিসেবে, ভক্ত হিসেবে এবং চলচ্চিত্রের একজন শিক্ষার্থী হিসেবে এক কিংবদন্তী মহানায়ককে নিয়ে একটি জীবনী লিখেছি যা পড়লে পাঠক সম্পূর্ণরূপে তাকে জানতে পারবেন বলে আমার বিশ্বাস।
সূচি * ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি ঝোঁক * মঞ্চ নাটক দিয়েই অভিনয়ের যাত্রা শুরু * প্রথম উপার্জনের আনন্দটাই ছিল অন্যরকম * মিষ্টি মেয়েটির দিকে অপলক চেয়ে থাকা * পাদপ্রদীপের আলোর সামনে আনে ‘বরফ গলা নদী’ * রূপালী পর্দায় যাত্রা শুরু * নায়ক-নায়িকাদের মধ্যে ছিল সহযোগিতার মনোভাব * প্রযোজক ও পরিচালক হিসেবে আত্মপ্রকাশ * উপস্থাপনা ও বিজ্ঞাপনে পান জনপ্রিয়তা * মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে * অবসর এবং......
স্মৃতিচারণ * আমাদের প্রিয় বুলবুল * বুলবুল আহমেদ উদাহারণে যিনি আলাদা * প্রসঙ্গ : বুলবুল আহমেদ * মনের বাগিচায় বুলবুল * শিল্পীর মৃত্যু নেই * সারাজীবন শুধু দিয়েই গেলেন * আমার নায়ক * এতো বন্ধুবৎসল মানুষ আমি খুব কম দেখেছি * একজন শান্ত মানুষ ছিলেন তিনি * দেবদাসকে ছাড়িয়ে যেদে পারিনি * চলে গেলেন একজন ভালো মানুষ * বুলবুল ভাইয়ের মধ্যে ছিল সহযোগিতার মনোভাব * আঙ্কেল ছিলেন একজন শিল্পমনা মানুষ * বুলবুল * তিনি * বুলবুল আহমেদ : প্রিয় শিল্পী, প্রিয় মানুষ * ‘সীমানা পেরিয়ে’ স্মৃতির ‘রূপালী সৈকতে’ তিনি * বুলবুল ভাইয়ের আদর্শ অনুসরণ করার মতো * অত্যন্ত ভালো মানুষ ছিলেন * শূন্যতা পূরণ হবে না * চাচাকে যেমন দেখেছি * আমার আদরের ছোট ভাই (বুলবুল) * স্মরণে মামা * আমার বাপি * দিনগুলো মোর সোনার খাঁচায় রইল না
সাক্ষাৎকার * শরীফুল ইসলাম আলমাজী * দুঃস্থ শিল্পীদের পাশেও আমাদের দাঁড়াতে হবে * বুলবুল আহমেদ * এই বেশ ভাল আছি * এটিএম শামসুজ্জামান * Filmdom Loses a shinning star * Curtains falls on Bulbul Ahmed * My Ceneplex * ব্যারিস্টার হতে পারেননি দেবদাস * বাবার মৃত্যুর পর ঐন্দ্রিলার দেয়া প্রথম সাক্ষাৎকার * বাবার প্রথম মৃত্যুবার্ষিকীতে ঐন্দ্রিলার খোলা চিঠি * বাবাকে নিয়ে ঈদের স্মৃতি * বাবা বুলবুল আহমেদকে নিয়ে ঐন্দ্রিলার ডকুমেন্টারী * বাবাকে নিয়ে ঐন্দ্রিলার বই