মানুষ যখন ভালোবাসে, সে শুধু বর্তমানকেই ভালোবাসে; অতীত ভবিষ্যৎ ভেবে ভালোবাসে না। ভালোবাসার পর ভবিষ্যৎ আসে, আসে অতীতও। তখন মানুষ অতীতকে সাথে নিয়ে ভবিষ্যতকেও ভালোবাসে। ভালোবাসা চলমান এবং শ্বাশত। ভালোবাসা মূলত অন্তরগত, দৃশ্যত কখনো থাকে, কখনো থাকে না। তারপরও কী এক অসীম আর অদৃশ্য শক্তির কারণে ভালোবাসা বয়ে বেড়ায় অন্তরে অন্তরে। অন্তরের সেই শক্তিকে দেখার চেষ্টা করা।