ফ্রান্সের রাজধানী প্যারিসকে বলা হয় শিল্প-সাহিত্য-সংস্কৃতির লীলাভূমি। সাহিত্যের নানাদিক উঠে এসেছে এবং প্যারিস গ্রন্থটিতে। নিছক ভ্রমণকাহিনী নয়; অতীত থেকে বর্তমান অবধি বিভিনড়ব ঘটনাবলীর প্রেক্ষাপটে প্যারিসের মানুষ, সমাজ, সংস্কৃতি, রাজনীতি, স্থাপত্য প্রভৃতি বিষয়ের বর্ণনা প্রকাশিত হয়েছে এই গ্রন্থে। গ্রন্থটি ২০০৯ সালের সিটিআনন্দ আলো পুরস্কারে ভূষিত হয়েছে।
নির্মলেন্দু গুণ
জন্ম : ৭ আষাঢ় ১৩৫২, ২১ জুন ১৯৪৫
জন্ম স্থান : গ্রাম-কাশবন, উপজেলা-বারহাট্টা, জেলা-নেত্রকোণা।
শিক্ষা : বিএ, ১৯৬৯
পেশা : লেখালেখি
প্রকাশিত গ্রন্থসংখ্যা : শতাধিক
প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ : প্রেমাংশুর রক্ত চাই (নভেম্বর ১৯৭০)
উল্লেখযােগ্য গ্রন্থসমূহ : কাব্যসমগ্র (১-৪), গদ্যসমগ্র (১-৩), নির্বাচিতা, কিশােরসমগ্র, ভ্রমণসমগ্র, প্রকৃতি ও প্রেমের কবিতাসমগ্র, প্রেমের কবিতা, ১০০ রাজনৈতিক কবিতা, নির্বাচিত ১০০ কবিতা, কামকানন, এবং প্যারিস, অবন্ধ প্রবন্ধ যত, সাক্ষাৎকারসমগ্র ইত্যাদি।
আত্মজীবনী : আমার ছেলেবেলা, আমার কণ্ঠস্বর, আত্মকথা ১৯৭১।