প্রতিটা মানুষের জীবনেই গল্প থাকে।কারো কারো জিবনে সফলতার গল্পের চেয়ে স্বপ্ন ভঙ্গের গল্প বেশি থাকে। এসব গল্প প্রকাশিত হয় বিভিন্ন ঘটনার আঙ্গিকে।'ঘর ভরা দুপুর' বইটিও এর ব্যতিক্রম নয়।এই বইয়ে যে চরিত্রগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে তারা কেও সফল,কেও দুঃখি কেউ বা রহস্যময়ী।জীবনের প্রতিটা ধাপ মূলত মানুষের অভিজ্ঞতার ভান্ডার সমৃদ্ধ করে।এক জীবনে কেও কাওকে চিনতে পারেনা কখনো।শুধুমাত্র ধারণা করতে পারে কিছুটা।সেখানেও থাকে বিস্তর ব্যবধান।এজন্যই হয়তো সৃষ্টির সেরা জীব হয়েও মানুষই সবচেয়ে জটিল।এরমধ্যই মানুষকে বেঁচে থাকতে হয়।জীবনের কঠিন জাল ভেদ করে এগিয়ে যেতে হয় সামনের দিকে।