সন্দেহ (হার্ডকভার) - সাদিয়া খান সুবাসিনী | বইবাজার.কম

সন্দেহ (হার্ডকভার)

    5 Ratings     2 Reviews

বইবাজার মূল্য : ৳ ৩০০ (২৫% ছাড়ে)

মুদ্রিত মূল্য : ৳ ৪০০





WISHLIST


Overall Ratings (2)

Al amin
16/04/2020

রাধা একদিন কৃষ্ণকে জিজ্ঞেস করল"আমি তোমার কোথায় কোথায় আছি?" উত্তরে কৃষ্ণ বলল "তুমি আমার সমস্ত হৃদয় জুড়ে, আমার রক্তে,শিরা উপশিরায় মিশে আছ।" রাধা পুনরায় জিজ্ঞেস করল"আমি তোমার কোথায় নেই?" কৃষ্ণ হেসে বলল,"রাধা তুমি আমার ভাগ্যে নেই।" সত্যি এমনি বিচ্ছেদ হয়েছিল অনু আর সাম্যের মধ্যে। সবকিছু জুড়ে থেকে ও শেষে ভাগ্যে থাকলনা। কিন্তু যে ভাগ্যে থাকল, শেষ পর্যন্ত ভাগ্য তাকেও ধরে রাখতে পারল না!! ভাগ্যের এমনি নির্মম পরিহাস ঘটেছিল অনু,সাম্য, নীলয়ের জীবনে।মুন আপু, অনেক সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। ভালো লাগবে সবার।


Muhammad Mosharrof Hussain
09/04/2020

#বই_রিভিউ , বইয়ের নাম ; সন্দেহ লেখিকা ; সাদিয়া খান সুবাসিনী , বই হলো জ্ঞান অন্বেষণ এর অন্যতম মাধ্যম। ভালো মানের বই পড়লে মন সব সময় ভালো থাকে। বই হলো জীবন সাথী। অবসর সময় কাটানোর অন্যতম মাধ্যম হচ্ছে বই। আর সন্দেহ বইটা আমার কাছে নিঃসন্দেহে সেরা একটা বই, এটা যখন একবার শেষ করলাম তখন আমার বারবার পড়তে ইচ্ছে করে, বই তো এমনি হওয়া দরকার যেখানে একবার পড়ে পাঠকের তৃঞ্চা মিটবেনা বারবার পড়তে ইচ্ছে করবে। #সন্দেহ_কাহিনী_সংক্ষেপ সন্দেহ একটা উপন্যাসের বই। এই উপন্যাসের মুল চরিত্র হচ্ছে অনু। অনু মা হীন এক মেয়ের জীবন নিয়ে এই একটা উপন্যাস লেখা হয়ছে। কখনো সে লাঞ্চনা পায় তার মামি থেকে কখনো বা প্রহারকারী হিসেবে দেখে তার স্বামী নিলয় কে, যে অযথা সন্দেহ করে অনুকে মেরে রক্তাক্ত করার সময় হয়ে ওঠে হিংস্র জানোয়ার। এই কারণে এই উপন্যাসের নামের মর্মার্থ বোঝা যায়। উপন্যাসটি এগিয়ে গেলে সামনে আসে সাম্য নামের আরেক চরিত্র। যে অনুকে ভালোবাসতো হৃদয়ের গহীন থেকে। এই উপন্যাসের আরেক চরিত্র আহমেদ নামের পিচ্চি একটা বাচ্চা। তার সাথে তার বাবার সংলাপ - খুনসুটি খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে। ইরা নামের মেয়েটা বুঝিয়ে দিলো কিভাবে একটা মেয়ে হয়ে আরেক মেয়ের সংসারে আগুন লাগানো যায়। এভাবে অনু, নিলয়,সাম্য, আহমেদ, এদের জীবনের নানা চড়াই উৎরাই নিয়ে উপন্যাসটি শেষ হয়। #কেনো_পড়বেন_বইটা আমি ব্যাক্তিগত ভাবে অনেক বই পড়ুয়া একজন মানুষ। সন্দেহ বইটা পড়ার সময় আমি রীতিমত কাঁদছি, অনুর জীবনের দুঃখ আমি নিজে যেনো অনুভব করছিলাম বইটা পড়ার সময়। আর এটাই তো একজন লেখকের স্বার্থকতা যে পাঠক তার লেখনীতে বিমোহিত হয়ে তার সৃষ্ট চরিত্রে ডুবে থাকে। খুব সহজ সাবলীল ভাষায় লিখা বইটা নিঃসন্দেহে যে কাউকে বিমোহিত করবে। বইটাতে শব্দচয়ণ এর ক্ষেত্রে কোনও অশালীন কিছু দেখিনি যেটা এর একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। আর বইটা পড়ার সময় আপনি চলে যাবেন অন্য জগতে। একবার পড়া শুরু করলে আপনি এই বইটা শেষ না করে পারবেন না। #কিছু_উল্লেখযোগ্য_অংশ মানুষ দুটো সময় হাসতে হাসতে কাঁদে।প্রথমটি যখন সে অতিরিক্ত শোক পায় এবং দ্বিতীয়টি যখন সে অতিরিক্ত সুখে থাকে। কি অদ্ভুত মেয়েমানুষের অনুভূতি। হাসতে হাসতে কাঁদতে জানে আবার কাঁদতে কাঁদতে হাসতে..... মাঝেমধ্যে কিছু আত্মার সম্পর্ক গিলে ফেলে তৃপ্তির ঢেঁকুর তুলতে হয়। সামাজিকতা,ধর্ম,মনুষ্যত্ব এসব না হলে ঠুনকো হয়ে যায়। সময় প্রবাহমান। জীবনের সময় আপন গতিতে এগিয়ে যায়। বিনিময়ে দিয়ে যায় কিছু স্মৃতি। স্মৃতি যেমনি হোক না কেনো স্মৃতি তো মনের খোড়াক! #ব্যাক্তিগত_রেটিং আমার কাছে সন্দেহ উপন্যাসের ব্যাক্তিগত রেটিং হলো ১০/১০ কারণ বইটা নিয়ে কোনো সমালোচনা করার কারণ খুঁজে পায়নি, এমন না যে আমি ইচ্ছে করে ভালো টা বললাম মন্দ দিক টা এড়িয়ে গেলাম, আসলেই আমি বইটা পড়ার সময় কোনও সমালোচনার কারণ খুঁজে পায়নি। পরিশেষে এই বলবো যে বইটা পড়ে আমার যেমন ভালো লাগছে আপনাদেরও ভালো লাগবে। বই হোক জীবনের অংশ, বইয়ের সৌরভে সুবাসিত হোক ধরনী,, ,


PAYMENT OPTIONS

Copyrights © 2018-2024 BoiBazar.com