প্রতিটি মানুষের জীবনই অজস্র গল্পের অতল সমুদ্র। তা হলে পাঠক কেন পড়বেন সুমন সাজ্জাদের এসব গল্প? পড়বেন, কারণ জীবনের যে গল্প অপরিচয়ের নানা রকম আড়ালে মুখ লুকিয়ে রাখে, তিনি উন্মোচন করেন সেগুলো। এসব গল্পে জড়িয়ে আছে মায়া-সম্পর্কের মায়া, শহরের প্রতি মায়া, নিজের জীবনের প্রতি মায়া। কখনো সেগুলো রহস্যের ঘনঘোর স্বপ্নজালবিস্তারী, কখনো আত্মকথনের আলো-ছায়ায় ঘেরা।