‘গুড্ডুবুড়ার কক্সবাজার কাণ্ড’ বইয়ের ফ্ল্যাপের কথাঃ গুড্ডুবুড়াকে নিয়ে বই মানে মজার বই। হাসির বই। সব সময় একই কাণ্ড করে গুড্ডুবুড়া। প্রথমে সে বোকা থাকে। কারণ তখন সে খেতে চায় না। তারপর সে খাওয়া শুরু করে। দৌড়ঝাঁপ করে। তখন তার বুদ্ধি খুলে যায়। এ বইয়েও আমরা কক্সবাজারে গুড্ডুবুড়ার নানা বোকামি দেখব। পরে সে বুদ্ধির পরিচয় দিতে শুরু করবে। গুড্ডুবুড়াকে নিয়ে আগের বইগুলো যেমন সবার ভালো লেগেছে, তেমনি এই বইটিও খুব ভালো লাগবে।
আনিসুল হক
আনিসুল হক ৪ মার্চ ১৯৬৫ সালে রংপুরের নীলফামারীতে জন্মগ্রহণ করেন। তিনি রংপুর পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়, রংপুর জিলা স্কুল, রংপুর কারমাইকেল কলেজ এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। ছাত্রাবস্থা থেকেই সাহিত্য ও সাংবাদিকতার প্রতি তাঁর আগ্রহ ছিল, এবং তিনি বিসিএস পরীক্ষা দিয়ে প্রকৌশলী হিসেবে সরকারি চাকরিতে যোগ দিলেও ১৫ দিনের মধ্যে সাংবাদিকতায় ফিরে আসেন। বর্তমানে তিনি একটি প্রথম শ্রেণির জাতীয় দৈনিকে সহযোগী সম্পাদক হিসেবে কর্মরত। সাহিত্যে তাঁর অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার, সিটি আনন্দ-আলো পুরস্কার, খালেকদাদ চৌধুরী পদক, সুকান্ত পদক, এবং ইউরো সাহিত্য পুরস্কারসহ বিভিন্ন সম্মাননা লাভ করেছেন।