ফ্ল্যাপ - ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর, আদিতার সঙ্গে সহপাঠী মিনারের প্রেম হয়। পড়ালেখার পাট চুকে গেলে, আদিতা বিয়ের সিদ্ধান্ত নেয়। ঠিক তখনই মিনার সম্পর্ক শেষ করে দেয়। একদিকে রাজনৈতিক সম্পৃক্ততা, অন্যদিকে দুই পরিবারের অর্থনৈতিক ফারাক, মূলত এটিই ছিল মিনারের পিছু হটার কারণ। মিনারের দেওয়া আঘাত সয়ে নেওয়ার আগেই, পারিবারিক সিদ্ধান্তে মেরিন ইঞ্জিনিয়ার, সজলের সঙ্গে আদিতার গাঁটছড়া বাঁধা হয়ে যায়।
বিয়ের কিছুদিন পর সজলের সঙ্গে আদিতা সিঙ্গাপুর পাড়ি জমায়। শুরু হয় তাদের এক বছরের প্রবাস জীবন। এখানে এসে আদিতা, নতুন এক সজলকে আবিস্কার করে। প্রতিদিন, প্রতি মুহূর্তে যার রূপ বদলায়! আদিতা কখনও মানিয়ে নিতে চেষ্টা করে, কখনও কঠিনভাবে প্রতিবাদ আর প্রতিরোধ করে।
এক পর্যায়ে এই বিষাক্ত জীবন থেকে মুক্তি পেতে, আদিতা দেশে ফিরে, বিচ্ছেদের সিদ্ধান্ত নেয়; কিন্তু দেশে ফেরার পর সজল আবারও কথার জাদুতে, আদিতাকে কাবু করে ফেলে। মান-অভিমান ভুলে, আদিতা নতুনভাবে সংসার শুরু করে। সংসারে আসে তাদের সন্তান, দানেশ। দানেশ অন্য বাচ্চাদের মতো সুস্থ না, ডাউন সিনড্রোমে আক্রান্ত, এটা সজল কিছুতেই মানতে পারে না।
আদিতার জীবনে আবারও অশান্তি নেমে আসে। শুরু হয় নতুন, নতুন জটিলতা………