হোটেল গ্রেভার ইন
হোটেল গ্রেভার ইন হুমায়ূন আহমেদ হুমায়ূন আহমেদ যেবার পিএইচডি করতে নিউইয়র্কে গিয়েছিলেন, সেই সময়কার গল্প নিয়ে লেখা হয়েছে এ বইটি। এই বইয়ের কিসিং বুথ গল্পটির আপনার দুঃখভারাক্রান্ত মন কে আনন্দের জোয়ারে ভাসিয়ে নিয়ে যাবে। হুমায়ূন আহমেদের নাম নিয়ে বিভ্রাট দেখা দিয়েছিল। কোর্স অর্ডিনেটর হুমায়ূন আহমেদের নাম নিয়ে ব্যঙ্গ করত।যা ভালো লাগেনি হুমায়ূন এর।একবার পাখি নিয়ে ফেঁসে গেল হুমায়ুন আহমেদ। গল্পটি পড়লে জানতে পারবেন কেন? নিউ ইয়র্কে বসে জন্ম নেয় হুমায়ূন আহমেদের দ্বিতীয় কন্যা শীলা। তার জন্ম নেওয়া এবং এই নিয়ে হুমায়ূন আহমেদের নির্লিপ্ততার কথা জানতে পারবেন। আপনাকে এই বইটি প্রচুর হাসাবে। মোটামুটি নিউইয়র্কে পরিবেশ সম্বন্ধে আপনি কিছুটা আচ করতে পারবেন এই বইটি পড়ে। এ বইটি হুমায়ূন আহমেদের অন্যান্য বইয়ের মতোই এক শ্বাসে পড়ে ফেলার মতো বই।