<b>ফ্ল্যাপের কিছু কথাঃ</b><br> গোল্ডেন G.P.A প্রাপ্ত ছাত্রী মারিশা। অসাধারণ রূপ ও লাবণ্যের অধিকারী,সৌন্দর্যের এক নিপুন ভাস্কর্য , প্রথম দর্শনেই ভালোবেসে ফেলে ভার্সিটিতে পড়ুয়া আরেক যুবক ফারাবীকে। ইংরেজীতে যাকে বলে ‘ফাস্ট লাভ’ অ। কিন্তু ফারাবীর সামনে দাঁড়াতে চায় না ধ্রুপদী সৌন্দর্যের গ্ল্যামার কন্যা মারিশা। এটা তার অহংবোধ। তাহলে তার প্রেম ? নানা নাটকীয়তা ও ঘটনাপ্রবাহের মধ্যে পরস্পরের মুখোমুখি হয় ফারাবী ও মারিশা। সময়ের পরিক্রমায় এক গভীর প্রেম বন্ধনে জড়িয়ে যায় ওরা কিন্তু বাধ সাধে মারিশার পরিবার। মারিশার বাবা-মা নির্ধারণ করে ফেলেছে মারিশার বিয়ের ব্যাপারটা। তাহলে উপায়? এহেন পরিস্থিতিতে গভীর সঙ্কটে পড়ে যায় ফারাবী ও মারিশার প্রেমে। এর শেষ পরিণতি কি? ফারাবি ও মারিশা সকল বাধা অতিক্রম করে পারবে কি মিলিত হতে ? না দুটি জীবন প্রেমের জন্য বলিদান হবে। আজরাইল মৃত্যুর পরওয়ানা নিয়ে হাজির। আজরাইল কাকে খুঁজছে ফারাবী? মারিশা ? না দুজনকেই? এটা জানতে হলে পড়তে হবে এই ট্র্যাজেডি পূর্ণ প্রেমের উপন্যাসটি।<br><br> গভীর নাটকীয়তা ,ভাষার কারুকার্যতা ,সর্বোপরি লেখকের দৃষ্টিভঙ্গি এবং প্রতিটি ঘটনার তার নিজস্ব মূল্যায়ন , সব মিলিয়ে এটি একটি অত্যন্ত প্রাণবন্ত ও সার্থক এক ট্র্যাজেডি প্রেমের উপন্যাসের রূপ পরিগ্রহ করেছে।