জনপ্রিয় লেখক আনিসুল হকের চমৎকার আটটি গল্প নিয়ে এই বই। কোনো গল্পে এক ছোট্ট ছেলের সঙ্গে দেখা হয়ে যাচ্ছে এক দৈত্যের, কোনো গল্পে রোবট করে দিচ্ছে হোমওয়ার্ক, কোনো গল্পে…. আর কিছু বলা যাবে না। এই বই পড়লেই মজা।
আনিসুল হক
জন্ম ৪ মার্চ ১৯৬৫, নীলফামারী জেলায় । শৈশব ও বাল্যকাল কেটেছে রংপুরে। পড়াশুনা করছেন পরীক্ষণ বিদ্যালয় রংপুর, রংপুর জিলা স্কুল, রংপুর কারমাইকেল কলেজ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, | ঢাকায়। কবিতা, গল্প, উপন্যাস, রম্যরচনা, ভ্রমণকাহিনি, শিশুসাহিত্য-সাহিত্যের নানা শাখায় তিনি সক্রিয়। টেলিভিশন নাটক ও চলচ্চিত্রের চিত্রনাট্যও রচনা করেছেন । শিশু-কিশােরদের জন্যও লিখেছেন অনেক বই। ২০১৫ সালে প্রথমা থেকে বেরিয়েছে বাগানবাড়ি রহস্য পেয়েছেন। বাংলা একাডেমি পুরস্কারসহ বেশ কয়েকটি পুরস্কার ।