জলপদ্ম
Book review বইয়ের নাম: জলপদ্ম লেখক :হুমায়ুন আহমেদ পৃথিবীর কঠিন বাস্তবতার মুখে বড় হয়েছে ইলা।যেখানে ভালোলাগা,ভালোবাসার জন্যেও হিসেব করে চলতে হয়।স্বপ্ন পূরণ না হওয়া আর সংসারের যাতাকলে পৃষ্ঠ ইলা যেনো স্বপ্ন দেখতেই ভুলে গেছে।বিয়ের আগে ইলার একবার সখ হয়েছিলো নাসিমের সাথে জলপদ্ম দেখবে।কারন কিছু কিছু জিনিস আছে একা দেখা যায় না।দুজনে মিলে দেখতে হয়।দূর থেকে দাঁড়িয়ে ধরাছোঁয়ার বাইরে জলপদ্মের সৌন্দর্য উপভোগ করার শখ ইলার পুরন হয়নি।তবে হৃদয়ের সুপ্ত বাসনাগুলো জমিয়ে রাখতে রাখতে একদিন ওর জীবনটাই বদলে গেলো জলপদ্মের মত। পাঠ প্রতিক্রিয়া: বইয়ের প্রতিটা পাতায় কোনো না কোনো অংশে পাঠক হয়ত তার নিজের জীবনের অংশ পেয়ে গেলে পেয়ে যেতেও পারেন।শুরু থেকে শেষ অবদি জীবনের এমন সব কষ্টকর চিত্র লেখক তার লেখায় তুলে ধরেছেন যার রেশ থেকে যাবে বইটি শেষ করার পরেও। #বইবাজার_রিভিউ_প্রতিযোগিতা_মার্চ_২০১৯