“বাল্যকালে কবিতা লিখার দিকে কিছুটা ঝোঁক ছিল। মাঝে মাঝে লিখতাম। কিন্তু কোথায় যে রাখতাম সেদিকে কখনও খেয়াল থাকতনা। এখানে সাধারণভাবে জীবন নিয়ে লিখা কটি কবিতা ছাপা হল। ভালমন্দ বিচারের ভার পাঠকর উপর। পড়ে পাঠক সন্তুষ্ট হলে নিজেকে ধন্য মনে করব ও উৎসাহিত হব”।