"জননী সাহসিনী ১৯৭১" বইয়ের ফ্ল্যাপের লেখা: ২২ বছরের জমিলাকে পাকিস্তানি সৈন্যরা পায় না, পায় তার ৪ বছরের শিশুসন্তানকে। শিশুটাকেই তারা ধরে নিয়ে যায়। সন্তান-উদ্ধারের আশায় রাজাকারের পরামর্শে জমিলা গিয়ে হাজির হয়। সৈন্যদের নেকড়ে-অরণ্যে। শেষতক, নিজের প্রতিজ্ঞা, সাহস, আত্মদানের মধ্য দিয়ে জমিলা কেবল তার সন্তানটিকে উদ্ধার করে, তাই নয়, এক বীরত্বপূর্ণ অধ্যায় সংযোজন করে মুক্তিযুদ্ধের মহাকাব্যে। আসুন, একাত্তরের সেই জননী সাহসিনীর গল্প আমরা আরেকবার স্মরণ করি।
আনিসুল হক
আনিসুল হক ৪ মার্চ ১৯৬৫ সালে রংপুরের নীলফামারীতে জন্মগ্রহণ করেন। তিনি রংপুর পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়, রংপুর জিলা স্কুল, রংপুর কারমাইকেল কলেজ এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। ছাত্রাবস্থা থেকেই সাহিত্য ও সাংবাদিকতার প্রতি তাঁর আগ্রহ ছিল, এবং তিনি বিসিএস পরীক্ষা দিয়ে প্রকৌশলী হিসেবে সরকারি চাকরিতে যোগ দিলেও ১৫ দিনের মধ্যে সাংবাদিকতায় ফিরে আসেন। বর্তমানে তিনি একটি প্রথম শ্রেণির জাতীয় দৈনিকে সহযোগী সম্পাদক হিসেবে কর্মরত। সাহিত্যে তাঁর অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার, সিটি আনন্দ-আলো পুরস্কার, খালেকদাদ চৌধুরী পদক, সুকান্ত পদক, এবং ইউরো সাহিত্য পুরস্কারসহ বিভিন্ন সম্মাননা লাভ করেছেন।