পত্রিকার প্রকাশিত কলাম, প্রবন্ধ, বক্তৃতাসহ নানা লেখার সংগ্রহ এটি । সমকালের মেধাবী একজন কথাসাহিত্যিকের কলমে উঠে এসেছে সমাজ রাষ্ট্র ও বহির্বিশ্বের বিচিত্র বিষয় । তাঁর দেখবার ও বলবার ভঙ্গিটি আকর্ষণীয়, আর সারকথা তাৎপর্যপূর্ণ। বিরূপ বিশ্বে বিপন্ন সময়ে একক ব্যক্তির জীবনের বহুবিধ সংকট-সংগ্রামের ছবি পাঠককে আপন দর্পণের মুখোমুখি দাঁড় করিয়ে দেবে ।
শাহাদুজ্জামান
ব্যতিক্রমী এবং নিরীক্ষাধর্মী গ্রন্থ রচনার মধ্য দিয়ে শাহাদুজ্জামান মননশীল বাংলা কথাসাহিত্যে তাঁর অনিবার্য অবস্থানটি ইতিমধ্যে নিশ্চিত করেছেন। গল্প, উপন্যাস ছাড়াও প্রবন্ধ, গবেষণা, ভ্রমণ এবং অনুবাদ সাহিত্যেও রয়েছে তাঁর উল্লেখযােগ্য গ্রন্থ।
শাহাদুজ্জামান পড়াশােনা করেছেন মির্জাপুর ক্যাডেট কলেজ এবং চট্টগ্রাম মেডিকেল কলেজে। পরবর্তীকালে তিনি নেদারল্যান্ডস-এর আমস্টার্ডাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন চিকিৎসা নৃবিজ্ঞানে। পেশাগতভাবে তিনি ডাক্তার হিসেবে কাজ করেছেন উন্নয়ন সংস্থা ব্র্যাক-এর গ্রামীণ স্বাস্থ্য প্রকল্পে, পরে অধ্যাপনা করেছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্কুল অব পাবলিক হেলথ’এ। বর্তমানে তিনি যুক্তরাজ্যের গ্লাসগাে বিশ্ববিদ্যালয়ে গবেষণা এবং অধ্যাপনায় যুক্ত আছেন। শাহাদুজ্জামানের জন্ম ১৯৬০ সালে ঢাকায়।