কালবেলা - সমরেশ মজুমদার | বইবাজার.কম

কালবেলা

    5 Ratings     1 Reviews

বইবাজার মূল্য : ৳ ৫৪৪ (২০% ছাড়ে)

মুদ্রিত মূল্য : ৳ ৬৮০





WISHLIST


Overall Ratings (1)

Muhammad Mosharrof Hussain
09/04/2020

বইঃ কালবেলা লেখকঃ সমরেশ মজুমদার রাজনীতি শুরুঃ অনিমেষ বিশ্ববিদ্যালয় জীবনের বর্ণনা দিয়ে শুরু হয়। কলেজ জীবনে অনিমেষ রাজনীতি করে নাই। বিশ্ববিদ্যালয় জীবনে রাজনীতি শুরু করে সুবাস বোসের হাত দিয়ে। প্রথমে ছাত্র ইউনিয়নের রাজনীতিতে জড়িয়ে পড়ে। ভালভাবেই রাজনৈতিক কাজকর্ম করে। কিন্তু মাঝে মধ্যে খামখেয়ালপনা ও অতিরিক্ত উৎসুক হবার কারনে বড় কোন পোস্টে যাইতে পারে নাই। ছাত্র ইউনিয়নের রাজনীতির শেষের দিকে অনিমেষ এর ছোট চাচা কল্যাণে বড় পোস্টে যাইতে পারত। কিন্ত সেই সময় অনিমেষ ছাত্র ইউনিয়ন ছেড়ে দেয়। কারণ তার মনে হচ্ছিল ছাত্র ইউনিয়ন শুধু স্বার্থের কারণে রাজনীতি করে। ছোটবেলায় কংগ্রেস করত, সেটাও একই কারনে ছেড়ে দিছে। অনিমেষ সবসময় দেশ ও জনগণের স্বার্থে রাজনীতি করতে চাইছিল । মাধবীলতাঃ ছাত্র ইউনিয়নের এক অন্দোলনের সময় মাধবীলতার সাথে অনিমেষের পরিচয় হয়। আস্তে আস্তে তাদের মধ্যে প্রেমভালবাসা হয়। একজন আরেকজনকে না দেখে থাকতে পারত না। মাধবীলতা রাজনীতি করত না, প্রথমদিকে অনিমেষকে বাধা দিবার চেষ্টা করছে। কিন্তু পরবর্তীতে আর বাঁধা দায় নাই। দুই জনের রাস্তা আলাদা হয়ে গেছিল। কেউ কারও ব্যাপারে নাক গলাত না। মাধবীলতা শুধু নিঃস্বার্থভাবে অনিমেষকে ভালবেসেছিল। এই নিঃস্বার্থ ভালবাসার কারনে তাকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। নিজের বাড়ি থেকে বের হয়ে আসতে বাধ্য হয়ছে। বাবামায়ের সাথে সম্পর্ক চিরতরে শেষ হয় গেছে। নিজের পড়াশোনা কথা না ভেবে স্কুলে চাকুরী করতে হয়েছে। অনিমেষর অবৈধ সন্তানকেও পরম আদরে মানুষ করেছে। এই জন্য সমাজ থেকে অনেক কথা, অত্যাচার সহ্য করতে হয়েছে। চাকুরী হারিছে, সামাজিক মর্যাদা হারিয়েছে। তারপরও সে দমে যায় নাই। অনিমেষকে প্রাণ দিয়ে ভালবেসেছিল। নিয়িমিত অনিমেষের সাথে দেখা করতে জেলে যাইত। অনিমেষ যখন সবকিছু হারিয়ে, পুঙ্গ হয়ে জেল থেকে বের হল, তখনও তাকে পরম আদরে নিজ বাসায় নিয়ে আসে মাধবীলতা। নিজ ছেলেকে বাবার সাথে পরিচয় করে দেয় ও তারহাতে তুলে দেয়, যেন নিজইচ্ছা মত অনিমেষ ছেলেকে গড়িয়ে তুলতে পারে। নকশাল আন্দোলনঃ অনিমেষ যখন বুঝতে পারল ছাত্র ইউনিয়ন দিয়ে জনগণের জন্য কাজ করা যাবে না। তখন সহিংস আন্দোলনে জড়িয়ে পরল সেটাও সুবাসদার মাধ্যমেই। কিন্তু এর বিপক্ষে গেল পুলিশ, ছাত্র ইউনিয়ন, তৎকালীন কংগ্রেস সরকার। তাই তাদের আড়ালে থেকে কাজ করতে হত। যখন নকশাল আন্দোলন জনপ্রিয়তা পেল তখন শুরু হল পুলিশের অত্যাচার। নকশাল আন্দোলনও বিভিন্ন বিভক্তি


PAYMENT OPTIONS

Copyrights © 2018-2024 BoiBazar.com