কাজীদা-আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলাম। তিনি বিদ্রোহী কবি নজরুল নামেই পরিচিত। তিনি তাঁর রচিত গানের মধ্যেই বেঁচে থাকার দৃঢ় আস্থার কথা বলেছিলেন। বাংলা গানে তিনি অদ্বিতীয়। নজরুলের রচিত ও সুর করা (অধিকাংশ) গানের সংখ্যা প্রায় সাড়ে চার হাজার, মতান্তরে সাড়ে তিন হাজার। দুঃখজনক হলেও সত্যি যে, নজরুলের অনেক গান হারিয়ে গেছে এবং কিছু কিছু গান অন্য গীতিকারের নামে প্রচারিত হচ্ছে।
বহুমুখী প্রতিভার মানুষ নজরুল। কবিতা, গল্প, শিশুতোষ কবিতা, উপন্যাস, ইসলামি গান, শ্যামাসংগীত রচনা ছাড়াও তিনি প্রবন্ধও লিখেছেন। বাংলা ইসলামি গানে তাঁর সমকক্ষ আর কেউ নেই। আব্বাস উদ্দিনের অনুরোধে লেখা তাঁর প্রথম ইসলামি গান ‘ও মন, রমজানের ওই রোজার শেষে/এলো খুশি ঈদ’ সে সময় আকাশচুম্বী জনপ্রিয়তা লাভ করেছিল, এখনও তা-ই। রাগপ্রধান বা রাগাশ্রয়ী সুরই তাঁর গানের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। কাজী নজরুলের এসব গুণ নজরুলভক্তরা জানেন। তবে জানেন না এমন অনেক কিছু রয়েছে; যা খুব একটা প্রচার ও প্রসার লাভ করেনি বলে। কাজীদার গল্প গ্রন্থটিতে নজরুলের জীবনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ও না-জানা বিষয় সন্নিবেশিত হয়েছে। পাঠক বইটি সাদরে গ্রহণ করবেন বলে আশা করি।