কখনও ঝরে যেও না (পেপারব্যাক) - তারিক মেহান্না | বইবাজার.কম

কখনও ঝরে যেও না (পেপারব্যাক)

    5 Ratings     5 Reviews

বইবাজার মূল্য : ৳ ২৩৫ (৩০% ছাড়ে)

মুদ্রিত মূল্য : ৳ ৩৩৫

সংকলনকারী : জিম তানভীর





WISHLIST


Overall Ratings (5)

Salim
09/04/2020

কখনও ঝরে যেও না,, কখনও ঝরে যেও না” বইটি আত্মশুদ্ধির জন্য চমৎকার একটা থেরাপি। বইয়ের লেখ গুলো আমাদের ভুলগুলো, আমাদের দুর্বলতাগুলা, আমাদের গাফেলতিগুলা চোখে আংগুল দিয়ে দেখিয়ে দিবে। নিভু নিভু প্রদীপটাকে আবারো জ্বলজ্বল করে জ্বলিয়ে দেবে বইটি (ইনশাআল্লাহ)। বইটির লেখাগুলো এমন একজন মানুষের লেখা, যিনি বহুবছর যাবৎ আমেরিকার কারাগারে বন্দি। আমেরিকাতেই তার জন্ম, সেখানেই তার বেড়ে ওঠা। একজন মুসলিম হয়ে তিনি দেখেছেন- আমেরিকা মুসলিমদের উপর কি ভয়ানক অন্যায় করে আসছে। এবং মুসলিম হত্যার বিরোধিতা করার কারণে তাকে কারারুদ্ধ করা হয়। তাঁর লেখাগুলো পড়ে আমি মুগ্ধ হই, তাঁর লেখা পড়া মনের জানালা খুলে নীল আকাশ দেখার মত। এই বইটিতে অনেকগুলো ঝাঁকুনি অপেক্ষা করছে পাঠকের জন্য, আগ্রহী পাঠক না হয় বইয়ের পাতা থেকেই দেখে নিবেন। "কখনও ঝরে যেও না"- লেখাটিতে মুসলিমদেরকে দ্বীনের উপর অটল অবিচল থাকার উৎসাহ দেয়া হয়েছে। মু'মিন হল খেজুর গাছের মত। যত তীব্র বাতাসই আসুক না কেন, খেজুর গাছের পাতা কখনও ঝরে যায় না। একজন মু'মিনের জীবনে যত পরীক্ষাই আসুক না কেন, মু'মিন সবসময় তার দ্বীনের উপর অটল অবিচল থাকে। নিন্দুকের নিন্দায় কখনো পরওয়া করে না। "যে আফিয়া সিদ্দিকীকে আমি দেখেছি"- এই লেখাটা আমাদের মজলুম বোন ড. আফিয়া সিদ্দিকীকে নিয়ে। ড. আফিয়া সিদ্দিকী ছিলেন একজন নিউরোসায়েনটিস্ট, একইসাথে একজন স্ত্রী এবং তিন সন্তানের মা। ইসলামের প্রতি ভালবাসায় তিনি নিজেকে এমনভাবে উৎসর্গ করেছেন- একটা পুরো প্রজন্মকে তিনি শিখিয়ে গেছেন দ্বীনের জন্য গাইরাত কি জিনিস। বসনিয়ান শিশুদের জন্য তহবিল সংগ্রহ করা, নওমুসলিম মহিলাদেরকে ইসলামের মৌলিক শিক্ষা দেয়া- সব কাজ আফিয়া একা হাতে করতেন। আমেরিকার মত দেশে তিনি একটা সুবিশাল দাওয়াহ আন্দোলন তৈরী করতে চেয়েছিলেন, যতদিন না আমেরিকা একটা মুসলিম দেশে পরিণত হয়! ড. আফিয়াকে তাঁর তিন সন্তানসহ অপহরণ করা হয় ২০০৩ সালে। এরপর তাকে আফগানিস্তানের কুখ্যাত বাগরাম কারাগারে রাখা হয়। সেখানে তার উপর এতটাই শারিরীক, মানসিক, যৌননির্যাতন চালানো হয়, যে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। আমেরিকা তার স্বভাবজাত কুকুরত্ব প্রদর্শন করেছে আমাদের এই বোনের সাথে। আফিয়াকে কিভাবে সাহায্য করা যেতে পারে, সেই ব্যাপারে উত্তম শিক্ষক হতে পারতেন আফিয়া নিজেই। বইটির শেষ দিকে 'কুরআন এবং আপনি' সিরিজের ১-২৫ পর্ব আছে, যাতে কুরআনের আয়াত নিয়ে আলোচনা করা হয়েছে। একেকটি পর্বে একেকটি আয়াত নিয়ে আলোচনা হয়েছে। তাই বইটি পড়লে বুঝতে পারবেন মুসলমানদের ধৈর্য মনোবল তারা সহজে মাথা নথ করে না


Al amin
07/04/2020

”কখনও ঝরে যেও না” বইটি আত্মশুদ্ধির জন্য চমৎকার একটা থেরাপি। বইয়ের লেখ গুলো  আমাদের ভুলগুলো, আমাদের দুর্বলতাগুলা, আমাদের গাফেলতিগুলা চোখে আংগুল দিয়ে দেখিয়ে দিবে।  নিভু নিভু প্রদীপটাকে আবারো জ্বলজ্বল করে জ্বলিয়ে দেবে বইটি (ইনশাআল্লাহ)। বইটির প্রতিটি পৃষ্ঠা থেকেই নিজের ভিতরে মরে যাওয়া,দূর্বল হয়ে যাওয়া কোষ গুলাকে বাচিঁয়ে তুলতে পারবেন বলে আমি মনে করি।অন্তরে মরিচাধরা অস্ত্রগুলোকে ধারালো করে তুলতে পারবে।


Abed
04/04/2020

রাসূল সাল্লাহু সালাম মুনাফিককে বাতাসের সাথে নুয়ে পড়া গাছের তুলনা দিয়েছেন তেমনি ভাবে মুমিনকে খেজুর গাছের সাথে তুলনা করেছেন। কারণ খেজুর গাছের পাতা কখনো ঝরে না। বাতাস যতই তীব্র হোক না কেন তার সামনে মুসলিম শুধু দাঁড়িয়ে থাকে না বরং সব পাতা মেলে মাথা উঁচু করে থাকে। বাতাস যত তীব্র হবে তোমার পাতাগুলো আরো শক্ত করে আঁকড়ে ধরবে আর এজন্যই তো তোমার বিরুদ্ধে বাতাসের এত ক্ষোভ। তারা তারা তাদের শাস্তি দিয়েছেন শুধু এই কারণে যে তারা প্রশংসিত, পরাক্রান্ত আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছিল।কি শিক্ষা এতটুকু কথার ভিতরে। ঈমান তো আসলে থাকাটাই কঠিন। এই বইটি ঈমান রাখতে সাহায্য করবে। ইসলামতো উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত কোনো বিষয় নয়। এটা কোন সংস্কৃতি বা জনগোষ্ঠীর জীবন নয় বরং এটি একটি জীবনব্যবস্থা। আর এটা গ্রহণ করার জন্য কে কোথায় জন্মগ্রহণ করেছে বা কি কি কি পরিবেশে বেড়ে উঠেছে এগুলো কোন ব্যাপার নয়। এ বিষয়টা আমাকে ইসলাম নিয়া আরো গভীরভাবে ভাবতে উদ্দীপ্ত করে আমি তখন কেবল কিশোর কিন্তু ইসলাম আমাকে এই প্রশ্নের উত্তর দিলো যে প্রশ্ন উত্তর দিতে গিয়ে বড় বড় বিজ্ঞানীরা খেয় হারিয়ে ফেলেছেন। যে প্রশ্নের উত্তর খুঁজে না পাওয়ার ব্যর্থতা অনেক ধনীরা, বিখ্যাত মানুষদের আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছেন। কি আমাদের জীবনের উদ্দেশ্য? আমরা কেন কিসের আশাই এই পৃথিবীতে আছি? ইসলাম আমাকে কেবল জীবনের উদ্দেশ্য শেখায়নি যন্ত্রনা বেচে থাকতে হবে তাইও শিখিয়েছে। আমি বলব আমাদের জীবনের উদ্দেশ্য জানার জন্য হলেও আমাদের এই বইটি সকলের পড়া উচিত উচিত পড়া উচিত উচিত পড়া উচিত এই বইটি সকলের পড়া উচিত উচিত পড়া উচিত উচিত পড়া উচিত।


Md.Al-Imran Hemel
01/04/2020

তারিক মেহান্না। যে একবার তাঁর লেখা পড়েছে, মােহাচ্ছন্ন হয়েছে নিঃসন্দেহে। তাঁর লেখা পড়া যেন মনের জানালা খুলে নীল আকাশ দেখার মতাে। অনেক অনেক দিন আগে যে মানুষটার লেখা পড়ে প্রচণ্ড মুগ্ধ হয়েছিলাম, আজ তাঁর লেখাগুলাে বাংলায় বই হিসেবে প্রকাশিত। এই বইটা ও যথারীতি ভাল হয়েছে। ইসলাম সম্পর্কে আসল তথ্য আছে। হতে যাচ্ছে।


Sohag
31/03/2020

কোলাহলময় কর্মব্যস্ত জীবনে হাফ ছেড়ে বাঁচার জন্যে আমাদের প্রয়োজন কুরআনের সাহচর্য। আরো প্রয়োজন এমন কিছু বই যা কিতাবুল্লাহর সাথে আমাদের সম্পর্ক বাড়িয়ে দিবে। "কখনও ঝরে যেও না"- সেরকই জীবনকে বদলে দেবার মতো বই।


PAYMENT OPTIONS

Copyrights © 2018-2024 BoiBazar.com