“আপনি কখনও কনকচাঁপা দেখেছেন? ঋতুরাজ বসন্তে সোনালি সুশ্রী এক রূপ নিয়ে প্রকৃতিতে আগমন ঘটে এই পুষ্পের। নিজের সুগন্ধে ভরিয়ে তোলে তার চারপাশ। শীতের বর্ণহীন প্রকৃতিকে করে তোলে মোহনীয় রঙিন। আপনি আমার জীবনে অনেকটা কনকচাঁপার ন্যায়ই। আমার রংহীন একাকী জীবনে এক মুঠো বসন্তের রং নিয়ে এসেছেন। শিখিয়েছেন ভালোবাসা। নতুন করে বাঁচিয়েছেন আমায় কনকচাঁপা, আমার কনকচাঁপা।”