একটা সময় বাংলা সিনেমায় রাজা-রাণীর গল্প-উপাখ্যান তুলে ধরা হতো। রাজাদের দুঃশাসনভিত্তিক চিত্রনাট্যেও পাশাপাশি রাজপুত্র কিংবা রাজকন্যার প্রেমপ্রসঙ্গ প্রাধান্য পেতো। সেসব করুণ প্রেমকাহিনী দাগ কাটতো দর্শকের মনে। শুধু তাই নয়- চোখের পানিও গড়াতো।
উপন্যাসে সিনেমাপ্রসঙ্গ আনার কারণ- এলিজা হাবীবের ‘লুণ্ঠিত সত্ত্বায়’ সিনেমাটিক আবহ আছে। আছে সেই সময়ের রাজা-রাণী কিংবা একান্নবর্তী পরিবারের গল্প।
পারিবারিক ঘরানার এই উপন্যাসে একটা রাজপরিবারে কীভাবে অশান্তি নেমে আসে, কীভাবে অভ্যন্তরীন ষড়যন্ত্রের জালে হারিয়ে যায় পরিবারের একমাত্র কন্যা ‘আলোক’ এবং তাকে ঘিরে ঘটতে থাকা বিভিন্ন ঘটনা তুলে ধরা হয়েছে।
তুলে ধরা হয়েছে আলোকের জীবনের প্রেম ও অপ্রাপ্তির এক সংঘাতময় বিবরণ যা পাঠদের চোখে আপ্লুত করবে।
সবমিলিয়ে ‘লুণ্ঠিত সত্ত্বা’ পাঠক মনকে অনুপ্রাণিত করবে এক ভিন্নরকম স্বাদ আস্বাদনে।