শাকুর মজিদের জন্ম সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার মাথিউরা গ্রামে ১৯৬৫ সালের ২২ নভেম্বর । পিতা মরহুম আব্দুল মজিদ, মা বেগম ফরিদা খাতুন। ফৌজদারহাট ক্যাডেট কলেজ থেকে মাধ্যমিকে ও উচ্চ মাধ্যমিক পাস করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে স্থাপত্যে স্নাতক ডিগ্রি অর্জন করেন ১৯৯৩ সালে। শৈশবে কবিতা দিয়ে লেখালেখি শুরু। পরে গল্প, নাটক, ভ্রমণ-কাহিনি লিখেছেন অনেক। নাটকের সকল শাখায় তাঁর বিচরণ। লন্ডনী কইন্যা, নাইওরী, বৈরাতী, করিমুন নেছা, চেরাগসহ বেশ কয়েকটি টেলিভিশন-নাটক ও টেলিফিলাের রচয়িতা তিনি। বাউল শাহ আবদুল করিমের জীবন ও দর্শন নিয়ে লিখেছেন মঞ্চনাটক ‘মহাজনের নাও'। তাঁর জীবন নিয়ে বানিয়েছেন তথ্যচিত্র “ভাটির পুরুষ। এছাড়াও দেশ-বিদেশের ভ্রমণচিত্র নিয়ে তিন শতাধিক প্রামাণ্যচিত্র বানিয়েছেন। ছবি তুলে, নাটক টেলিফিল্ম ও তথ্যচিত্র বানিয়ে দেশে-বিদেশে অসংখ্য পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। দেশ ভ্রমণ তাঁর একটি বড় নেশা। প্রায় ত্রিশটি দেশ ভ্রমণ করেছেন। এ পর্যন্ত প্রকাশিত হয়েছে ১৫টি ভ্রমণকাহিনি, ৪টি স্মৃতিচারণমূলক ও ১টি গল্পগ্রন্থ। মঞ্চনাটকের আলােকচিত্র নিয়ে প্রকাশিত হয়েছে বাংলাদেশের প্রথম আলােকচিত্র-গ্রন্থ ‘রিদম অন দ্যা স্টেজ, স্থাপত্য বিষয়ক গ্রন্থ ‘মসজিদের ইতিকথা। ব্যক্তিজীবনে শাকুর মজিদ একজন পেশাদার স্থপতি এবং আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক। তাঁর স্ত্রী অধ্যাপক ড. হােসনে আরা জলী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান। দুই সন্তান—ইশমাম ইনতিসার (১৯) ও ইবন ইবতেশাম (১৩)।