জাতিসংঘের শান্তিরক্ষী হয়ে বাংলাদেশ সেনাবাহিনীর মেজর এমদাদুল ইসলাম কঙ্গোতে যান ২০০৫ সালে। বিস্ময়াভিভূত হয়ে তিনি দেখেন সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য। গহিন অরণ্য। বিচিত্র বর্ণিল পাখি। বিশাল বিস্তৃত জলরাশির লেক টাঙ্গানিকা। কিন্তু সৌন্দর্যে ভরপুর এই কঙ্গো বছরের পর বছর নৃশংস গোত্রীয় হানাহানিতে মত্ত। মানুষখেকো লেন্দু জনগোষ্ঠীর গেরিলারা এক চোরাগোপ্তা হামলায় নেপালি শান্তিরক্ষী বাহিনীর এক সদস্যকে হত্যা এবং সাত সদস্যকে জিম্মি করে। জিম্মিদের উদ্ধার অভিযানে লেখক মেজর এমদাদুল ইসলাম নিজেকে নিয়োজিত করেন। কোনো যুদ্ধ ও খুনোখুনি ছাড়াই এই ব্যাতিক্রমী উদ্ধার অভিযান পরিচালনা করেন। দীর্ঘ ৪৫ দিন তিনি কঙ্গোর গহিন অরণ্যে জীবন বাজি রেখে কাজ করে গেছেন। জিম্মিদের উদ্ধার করে লেন্দু জনগোষ্ঠীর গেরিলাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। সেই রোমহর্ষক উদ্ধার অভিযানের বিস্তারিত বর্ণনা রয়েছে এ বইয়ে।