কইন্যার বাড়ি মাথিয়ারায় ধন্য―ধন্য কয়― সেই গেরামের কইন্যা নাকি পয়মন্ত হয় আল্লাহ-রসুল মান্য করেন, মান্য করেন হরি ওই গেরামেই হারিয়েছেন লেখক প্রাণেরশ্বরী। নেইতো এথায় খাল-বিল আজ, নেইতো ধু-ধু চর বছর কুড়ি করল হাপিস, ওই তামাম মাটির ঘর! কইন্যা ছিল মাটির ঘরে, কোথায় খুঁজবে তারে? কোথায় আছে পরানপাখি―কোন দালানের পরে? চলুন খুঁজি―লেখক খুঁজে, খুঁজব বিশ্বজুড়ে― মাথিয়ারার কইন্যা আছেন লেখক চিত্তজুড়ে। পায়ে হেঁটে, রিকশা চড়ে, কিংবা গুগল ঘেঁটে ভেসে এলো হরেক কন্যা―নানারূপে নেটে। খুঁজতে খুঁজতে দশ কইন্যার পেলেন দশটা উপাখ্যান ‘মাথিয়ারা মেয়ে’ নামে লেখা এই উপন্যাস একখান।
তানভীর আলাদিন
Overall Ratings (0)