কবি ও কথাশিল্পী ফজলুল হক মিলন ।এযাবতকালে তার সব বিষয়ের মৌলিক গ্রন্থ ১২টি। কবিতা, কিশোর কবিতা, ছোটগল্প, উপন্যাস, প্রবন্ধ সবমিলিয়ে বলা চলে একজন বহুমাত্রিক লেখক। মনকে উজার করে সাহিত্যের সব গতিময় পথে হেঁটে চলছেন নিরন্তন। প্রকৃতির সকল অনুষঙ্গের তাই এক গভীর মিতালির সন্ধান পাই আমরা। তবে জার্নিটা যতটা সহজ ভাবা যায় ততোটা সহজ ছিলো না কখনো।
একটা শিশুতোষ মন নিয়ে গদ্যের আল বেয়ে নিজকে চেনানো, নিজ প্রতিভা জানান দেওয়ায় তিনি কতটা মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন তার গদ্য যারা আগে পড়েছে তারা জানবার কথা। তবে চমকপ্রদ হলো এই গল্পগ্রন্থের প্রতিটা গল্পের বিষয়বৈচিত্র, নামকরণ, প্রে¶াপট। সবকিছু কেমন জীবন্ত হয়ে ধরা দিয়েছে গল্পের আড়ালে আবডালে।
গল্পবলার ঢং অসাধারণ। উত্তম পুরুষের বয়ান কয়েকটা গল্পে লক্ষ্য করা যায়। প্রকৃতির সাথে মানুষের জীবনের মেলবন্ধন আমরা বুঝতে পারি লেখক প্রকৃতির সন্তান। তাই গল্পের সহজ সরল গতিময় ও কাব্যময় ভাষায় প্রকৃতিবয়ান টের পাওয়া যায়।
প্রেম, ভালোবাসা, বিরহের দোটানায় নানান পেশার নানা রঙের চরিত্র এ গল্পগ্রন্থে উপজীব্য।
কখনো নায়ক নায়িকা নির্ভর কাহিনিকে অতিক্রম করে গল্পের ভেতর বাড়িতে আরো কিছু গল্পের খোঁজ পাওয়া যায়। সব মিলিয়ে একটি ব্যতিক্রমী গল্পগ্রন্থ- ‘মেঘের মিনার ভাঙে প্রজাপতি মন’।