মেঠোপথের ধূলিকণা'য় কেবল চিরায়ত বাংলার ছবিই বন্দী হয়নি। কবিতায় উঠ এসেছে প্রেম, বেদনা, হতাশা, শৈশবের কথা। সমাজের সমসাময়িক অসঙ্গতি যেমন ধরা পড়েছে, তেমনি এসেছে নাগরিক জীবনের বাউলিয়াপনা। একটি কবিতা তখনই সার্থক হয়ে ওঠ, যখন এটি জীবনের অদেখা অংশকে আমাদের সামনে দৃশ্যমান করে তুলতে পারে। সেদিক থেকে এই বইয়ের প্রতিটি কবিতাই পাঠককে আন্দোলিত করবে। প্রতিটি কবিতাতেই নতুন স্বাদ খুঁজে পাওয়া যাবে। অধিকাংশ কবিতাই আধুনিক কবিতার প্রচলিত ধারা থেকে আলাদা। একটু বাউলিয়াপনা কবিতার সৌন্দর্য বাড়িয়েছে। আশাকরি কবিতাপ্রেমী পাঠক সে কাব্যরস আস্বাদন করতে পারবেন।