নেমেসিস
বই - নেমেসিস লেখক- মোহাম্মদ নাজিম উদ্দিন বাতিঘর প্রকাশনী মুদ্রিত মূল্যঃ দুইশত টাকা ব্যাক্তিগত রেটিংঃ ৭/১০ দেশের সনামধন্য একজন লেখক জায়েদ রহমান।প্রথম স্ত্রীকে তালাক দিয়ে তারই মেয়ের বান্ধবীকে বিয়ে করেন।লেখকের একটি কাল্পনিক চরিত্র 'নীলকন্ঠ'! যেখানে মূল চরিত্রটি বেশ রহস্যময় আর অলৌকিক ক্ষমতার অধিকারী। এই চরিত্রটি এতই জনপ্রিয়, তরুনদের মধ্যে বিশাল একটা দল নিজেদের নীলকন্ঠ বলে দাবি করে কিংবা ভাবতে ভালবাসে। পক্ষাঘাতগ্রস্ত অবস্থায় নিজের অ্যাপার্টমেন্টে এক রাতে খুন হন জায়েদ রহমান। খুনের দায়ে গ্রেপ্তার করা হয় লেখকের দ্বিতীয় স্ত্রী বর্ষা আর তার প্রেমিককে।যারা কি না ঐ রাতে অ্যাপার্টমেন্টেই অবস্থান করছিলো। কিন্তু খুনের রহস্য উদঘাটন করতে গিয়ে হোমিসাইডের নামকরা গোয়েন্দা জেফরি বেগ বেশ কিছু অসামঞ্জস্য খুঁজে পান কেসটিতে। প্রথমত, এটা সুস্পষ্ট ভাবে প্রমানিত হয় যে খুনের রাতে লেখকের দ্বিতীয় স্ত্রী আর তার প্রেমিক শারিরীকভাবে দুই-দুইবার মিলিত হয়।পাশের ঘরে খুন করে এসে এরকম একটি কাজ করা কি স্বাভাবিক কোন মানুষের পক্ষে সম্ভব? রহস্য উদঘাটন করতে গিয়ে বার বার গোলকধাঁধায় পড়ে যান গোয়েন্দা জেফরি।একের পর এক টুইস্ট অবাক করার মতোই! আদতেই কি গোলকধাঁধা থেকে বের হতে পারবে এই গোয়েন্দা? উৎঘাটন করতে পারবে আসল সত্যিটা? জানতে হলে পড়তে হবে নেমেসিস বইটি।