"নেক্সটপ গাইড টু হায়ার স্টাডি ইন ইউএসএ" বইটি সম্পর্কে কিছু কথা:
কেন আমেরিকাই হওয়া উচিত আপনার প্রথম টার্গেট? বাংলাদেশের অধিকাংশ ছাত্রছাত্রীর পক্ষেই নিজের টাকায় উচ্চশিক্ষা অর্জন করা সম্ভব নয়। নিজের জন্য এবং দেশের জন্য উচ্চশিক্ষা প্রয়োজন হলেও নিজের টাকায় এটা করা প্রায় সবার জন্যই চিন্তার বাইরে। তাই স্কলারশিপই একমাত্র ভরসা এবং আমেরিকা অ্যাসিস্ট্যান্টশিপের মাধ্যমে সর্বোচ্চ সংখ্যক স্কলারশিপ দিয়ে থাকে। আমেরিকার গবেষণার বাজেটের সঙ্গে অন্য কোনাে দেশেরই তুলনা চলে না। এ জন্য যুক্তরাষ্ট্রই হওয়া উচিত ছাত্রদের প্রথম টার্গেট।