ফ্ল্যাপের কিছু কথাঃ জীবন ঘনিষ্ট না বলে জীবনের প্রসাধনহীন একটি বাস্তব চিত্র যতই বিবর্ণ হোক তাকে তুলে আনার অক্ষম প্রয়াস গ্রহণ করা হয়েছে। রগরগে নাইবা হলো কিন্তু এই চিত্র থেকে হয়ত জীবনের একটি সুনির্দিষ্ট অভিমুখ খুঁজে পাওয়া যাবে। জীবনের নানা স্তরে নানা জাতীয় রূপ বৈচিত্র্য মানবিকতার মূল্যবোধের নাগরদোলা সদৃশ খাড়াখাড়ি উধ্র্-অধঃ দুই-ই ন্থিতি দৃশ্যমান করে তুলতে পারে।