প্রায় এক দশক ক্ষমতায় থাকার পর এইচ এম এরশাদের সরকার হটাও আন্দোলন তুঙ্গে। দীর্ঘদিনের স্বৈরাচারী সরকার পতনে উন্মুখ পুরো দেশ। সবাই একজোট হয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে। অন্য দিকে রাষ্ট্রীয় ক্ষমতা আঁকড়ে ধরে থাকতে সর্বোচ্চ চেষ্টা করছে তার সরকার। এমন সিচুয়েশনেও প্রবাস থেকে দেশে ফেরার জন্য মনটা ব্যাকুল হয়ে ওঠে ইমরান চৌধুরীর।
দীর্ঘ সময় ধরে প্রবাসে থাকলেও দেশটাকে হৃদয়ে ধারণ করেন ইমরান চৌধুরী নিজের মায়ের মতোই। আন্তর্জাতিক পত্রপত্রিকায় খোঁজ রাখেন দেশের সর্বশেষ পরিস্থিতি বিষয়ে। বিশেষ করে রেডিওতে শোনেন দেশের সংবাদগুলো। প্রতিদিনই দেশের কোনো না কোনো জায়গায় সহিংসতার ঘটনায় উদ্বিগ্ন থাকেন। তার পরও ওই সময় প্রবাস থেকে দেশে ফেরার মধ্যে বিশেষ একটা আনন্দ ও উদ্দীপনা কাজ করে। প্রবাসজীবনে এতগুলো বছর পার হওয়ার পরও মন বা শরীরের বিভিন্ন পর্যায়ে দেশের একটা অনুভূতিসম্পন্ন গন্ধ লেগেই থাকত।