মানুষ প্রিয়জনের অপেক্ষায় জীবন কাটিয়ে দেয়। তখন হয়তো তা আর অপেক্ষা থাকে না। রূপ নেয় প্রতীক্ষায়। কাজলী নামে এক স্কুল পড়ুয়া কিশোরী এক কিশোরের প্রণয়ে জড়ায়। তারা মনের খবর আদান-প্রদান করে চিঠির মাধ্যমে। যেই চিঠি জীবনে উন্মোচিত করেছিল এক নতুন অধ্যায়ের অথচ সেই চিঠিই একসময় তাদের জন্য কাল হয়ে দাঁড়ায়। বন্ধ হয়ে যায় পড়ালেখা। অল্প বয়সেই কাজলীর হাতে পড়ে রাঙা মেহেদি। কিন্তু হৃদয়েও যে রক্তক্ষরণে লাল হয়ে আছে। বাস্তবতার জাঁতাকলে সে মনোযোগ দেয় সংসারে। একসময় কোলে সন্তান এসে সবকিছু আলোকিত হয়। আলোকিত হয় সাবেক প্রেমিক সবুরের সংসারেও। কিন্তু হঠাৎ এক ঝড়ে সবুরের সংসার তছনছ হয়ে যায়। অপরদিকে প্রকৃতির লীলায় ভেঙে যায় কাজলীর সংসারও। দুজনের মনের মাঝে প্রতীক্ষা নামে দাঁড়িয়ে থাকা বস্তুটি সামনে চলে আসে। রূপ নেয় অপেক্ষায়; এই হয়তো দুজনের আবার মিলন হচ্ছে। কিন্তু ভাগ্যলীলায় তা আর হয়ে ওঠে না। একসময় সবুরের জীবনে নতুন কেউ এসে স্থান করে নিলেও কাজলীর জীবনে নেমে আসে অন্ধকার। বুকের মাঝে পাথর চেপে আনমনে চেয়ে থাকে। সামনে শুধু অথই জল...
রেদোয়ান মাসুদ
রেদোয়ান মাসুদ বর্তমান সময়ের উদীয়মান কবিদের মধ্যে অন্যতম। ইতিমধ্যে তার সুনাম চারদিকে ছড়িয়ে পড়েছে। তার লেখার মধ্যে ভালােবাসা, দেশপ্রেম, শিশুতােষ, মানবপ্রেম, আবেগ, অনুভূতি ও বিরহ জড়ানাে। রেদোয়ান মাসুদ ১৯৮৮ সালের ৬ জানুয়ারি শরীয়তপুর জেলার জাজিরা থানাধীন মােড়ল কান্দি গ্রামে এক সম্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মােঃ নুরউদ্দিন মােড়ল ও মাতার নাম জামিলা খাতুন। ২০০৬ সালে তার মা মারা যান। তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগ থেকে এম.বি.এ করেছেন। তিনি বাংলাদেশের সর্ববৃহৎ তথ্য ভান্ডার বাংলাকোষ’ এর প্রতিষ্ঠাতা ও সিইও, হেলথ এইড হাসপাতালের পরিচালক ও জনপ্রিয় নিউজ পাের্টাল মােড়ল নিউজ-এর বার্তা সম্পাদক ও প্রকাশক। কবিতা চর্চার পাশাপাশি তিনি বিভিন্ন পত্র-পত্রিকায় লেখালেখি করেন। ২০১৪ সালে বই মেলায় প্রকাশিত হয় তার প্রথম কাব্যগ্রন্থ ‘মায়ের ভাষা। ২০১৫ সালের বইমেলায় প্রকাশিত হয় তার ২য় কাব্যগ্রন্থ মনে পড়ে তােমাকে’। ২০১৭ সালের বইমেলায় প্রকাশিত হয় তার তৃতীয় কাব্যগ্রন্থ ‘অনেক কথা ছিল বলার। তার মনে পড়ে তােমাকে’ ও ‘অনেক কথা ছিল বলার’ বই ২টি কলকাতা বইমেলায়ও প্রকাশিত হয়েছে। যা পাঠকের মাঝে ব্যাপক সাড়া জাগায়। ২০১৮ সালের বই মেলায় প্রকাশিত হয় তার ১ম উপন্যাস ‘অপেক্ষা। তার আরাে ৩ টি বই প্রকাশের অপেক্ষায় আছে। তিনি কবিতা ও উপন্যাস লেখার পাশাপাশি ইতিহাস চর্চাও করে যাচ্ছেন। ইতিহাসের উপর কয়েকটি বই প্রকাশের জন্য কাজ শুরু করেছেন। তিনি জাকজমকপূর্ণ জীবনযাপনে ততােটা আগ্রহী নন। তাই আধুনিকতার এই যুগে একেবারে সাধারণ জীবনযাপন করছেন।