রবীন্দ্রনাথের এক কবিতায় এক মেয়ে বলে, রাজার ছেলে তার বাড়ির সামনে দিয়ে যাবে, সে সাজ নাÑকরে থাকবে কী করে ? আর এক কবিতায় কবিতার মানুষটির দুঃখ ফুরোয় না, সে কেন তার সব কিছু মহারাজকে দান করলো না। আরেক মেয়ে একজনের করপুটে জল ঢেলে দিয়ে ধন্য হয়। এমনি সব কবিতা নিয়ে ‘খেয়া’।
রিষিণ পরিমল আসল নাম পরিমল চন্দ্র বর্মন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বি.এ. (অনার্স) ও এম.এ. এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ.ডি. ডিগ্রী। প্রকাশিত কাব্যগ্রন্থ : ‘অন্তঃস্রোতের মানসাঙ্ক’, ‘নদীজলে চৈত্রদাহ’, ‘শীতের অরণ্য জানে ফাল্গুন কতদূর’ ; প্রবন্ধগ্রন্থ : ‘প্রসঙ্গ মুক্তিযুদ্ধের উপন্যাস ও অন্যান্য’, সম্পাদনা গ্রন্থ : ‘আবুল মনসুর আহমদের আয়না: বিষয় ও প্রকরণ’। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এ সহকারী অধ্যাপক।