শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্যখ্যাতি যেমন গগনচুম্বী, রহস্যে ঘেরা ব্যক্তিজীবন তেমনই অতলস্পর্শী। তাঁকে নিয়ে পাঠকের অপার আগ্রহ। রস-অনুসন্ধানী কথাশিল্পী তাপস রায় শরৎচন্দ্রের ব্যক্তিজীবনের নানা ঘটনা থেকে হাস্যরসাত্মক ঘটনাগুলো ছেঁকে বইটিতে তুলে ধরেছেন। বইটি পড়ে পাঠক তাঁর চরিত্রের বিভিন্ন দিক সম্পর্কে জানতে পারবেন। সবকিছু ছাপিয়ে স্ফটিকস্বাচ্ছ মেঘের ভেতর অবাক সূর্যরশ্মির মতো উঁকি দেবে কথাশিল্পীর রসবোধ। পাঠক অবাক বিস্ময়ে আবিষ্কার করবেন রসিক শরৎচন্দ্রকে। শরৎচন্দ্র মজলিশি মানুষ ছিলেন। গল্প করার অনন্যসাধারণ ক্ষমতা ছিল তাঁর। বলাবাহুল্য সেই গল্পও এক প্রকার হাস্যপরিহাসেরই নামান্তর। কিন্তু সেই হাস্যপরিহাসে নেই বিন্দুমাত্র স্থূলতা বা ভাঁড়ামির চিহ্ন। বরং সূক্ষ্ম রসবোধ, মার্জিত রুচি তাতে যুক্ত করেছে ভিন্ন মাত্রা। শুধু শরৎসাহিত্যে আগ্রহী পাঠক নন, যেকোনো পাঠক এই বইয়ের রসে সিক্ত হতে হতে খেয়ালি, আত্মভোলা, আত্মপ্রচারবিমুখ, অভিমানী, দরদী, পরোপকারী, বন্ধুবৎসল, দেশপ্রেমিক, রাজনীতি সচেতন শরৎচন্দ্রের সঙ্গে পরিচিত হবেন। পাতায় পাতায় পড়বেন তাঁর ব্যক্তিজীবনের সরস গল্প।