আমাদের জীবন চলার পথটা রেলগাড়ির মতো সমান্তরাল নয়। চলতি পথে আমাদেরকে নানা বাধা-বিপত্তির মুখোমুখি হতে হয়। এসব বাধা-বিপত্তি উত্তরণে ব্যর্থ হলে আমরা অনেকেই মুষড়ে পড়ি, হতাশ হয়ে পড়ি এবং দিন শেষে ব্যর্থতাকেই বরণ করে নেই। তাছাড়া আমরা প্রায় সবাই জীবনে সফল হতে চাই, চাই সুখী-সুন্দর একটি জীবন গড়ে তুলতে। কিন্তু আমরা অনেকেই সেই কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারি না। এর কারণ হলো বাধা-বিপত্তি কাটিয়ে সফল হওয়ার উপায়গুলো আমরা ভালোভাবে জানি না। আর জানি না বলে সেই উপায়গুলো প্রয়োগ করতে পারি না, যার ফলাফল হিসেবে আমাদের জীবনে নেমে আসে হতাশা আর ব্যর্থতা।
এর বিপরীতে আমরা যদি নিজের সামর্থ্য ও দুর্বলতার জায়গাগুলো চিনতে পারি, বাধা-বিপত্তি কাটিয়ে ওঠার উপায় জানতে পারি, সেই সঙ্গে পাই একটু অনুপ্রেরণা, তাহলে আমরা আমাদেরকে জীবনকে সহজ-সুন্দর ও সফল করে তুলতে পারবো।
আশার কথা হলো, সাফল্য অর্জনের উপায় বইটি এক্ষেত্রে আমাদেরকে সহায়তা করতে এগিয়ে আসবে। সংকলিত এই গ্রন্থটি পড়ার মাধ্যমে আমরা জানতে পারবো জীবনের ৮৫টি ক্ষেত্রে বাধা-বিপত্তি উত্তরণ এবং সফল হওয়ার সহজ ও কার্যকরী উপায়। আশা করা যায়, এই পরামর্শগুলো কাজে লাগিয়ে আমরা খুব সহজেই জীবনকেসুখী-স্বাচ্ছন্দ্যময় ও সফল করে তুলতে পারবো।