বাংলা ভাষার একজন প্রধান কবি সৈয়দ শামসুল হক, যাকে আমরা সদ্য হারিয়েছি। এ বইয়ের প্রথম ৫টি কবিতা ২০১৫ সালে লেখা। ৬ থেকে ৬০ সংখ্যক কবিতা রােগশয্যায় তিনি উচ্চারণ করেছেন, লিখেছেন তাঁরই সহধর্মিণী আনােয়ারা সৈয়দ হক। মৃত্যুর মুখােমুখি দাঁড়িয়ে কবিতাগুলাে। রচিত হয়েছে তার নিজের অননুকরণীয় ভাষায়। মৃত্যুকে তিনি কতভাবে দেখেছেন, কত বিচিত্রভাবে অনুভব করেছেন তার স্বাক্ষর রয়েছে কবিতাগুলােয়। কবির এই শেষ যাত্রায় পাঠক অনুভব করবেন বর্ণাঢ্য জীবনের কথাও। তাঁর জীবনতৃষ্ণা, জীবন সম্পর্কে অভিজ্ঞতা ও দর্শন পাঠকের জন্য তীব্র আকর্ষণ তৈরি করেছে।
সৈয়দ শামসুল হক
সৈয়দ শামসুল হক (২৭ ডিসেম্বর ১৯৩৫ - ২৭ সেপ্টেম্বর ২০১৬) ছিলেন বিংশ শতাব্দীর শেষভাগের একজন প্রখ্যাত বাংলাদেশী সাহিত্যিক, যিনি কবিতা, উপন্যাস, নাটক, ছোটগল্প, অনুবাদসহ সাহিত্যের সব শাখায় অবদান রেখে সব্যসাচী লেখক হিসেবে পরিচিতি পান। তাঁর লেখকজীবন প্রায় ৬২ বছর ব্যাপী বিস্তৃত ছিল। মাত্র ২৯ বছর বয়সে তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন, যা তাঁকে এই পুরস্কারের সবচেয়ে কম বয়সী প্রাপক করে তোলে। বাংলা সাহিত্যে অসামান্য অবদানের জন্য তিনি ১৯৮৪ সালে একুশে পদক এবং ২০০০ সালে স্বাধীনতা পুরস্কার অর্জন করেন।