মানুষ মাত্রই সৌন্দর্যের পূজারী। সুন্দরকে ভালোবেসে মানুষের মন শান্তি পায়। সবাই নিজেকে সুন্দর দেখতে চায়। কিন্তু কখনো কখনো সুন্দর হয়ে উঠতে পারে কারো কারো জন্য বিশাল এক অন্তরায়। যখন সৌন্দর্যের কাছে মানুষের গুণগুলো চাপা পড়ে যায় তখন সে আর নিজের সৌন্দর্যকে উপভোগ করতে পারে না। সেটিকে তখন ভীষণ রকম বাধা মনে হয়। গল্পের নায়িকা সোনালি তার বাহ্যিক সৌন্দর্যকে পাত্তা না দিয়ে তার যোগ্যতার প্রমাণ দিতেই পছন্দ করে। সে চায় মানুষ তার গুণগুলোর সমাদর করুক। সে তার মনের সৌন্দর্যের প্রকাশ ঘটাতে চায়। কিন্তু সমাজের কাছে সে নিজেকে সমাদৃত করতে সেভাবে সক্ষম হয়নি শুধুমাত্র সে খুব সুন্দরী বলেই।