হ্যালো, কিশোর বন্ধুরা আমি কিশোর পাশা বলছি, আমেরিকার রকি বীচ থেকে। জায়গাটা লস অ্যাঞ্জেলেসে, প্রশান্ত মহাসাগরের তীরে, হলিউড থেকে মাত্র কয়েক মাইল দূরে। যারা এখনও আমাদের পরিচয় জান না, তাদের বলছি, আমরা তিন বন্ধু একটা গোয়েন্দা সংস্থা খুলেছি, নাম তিন গোয়েন্দা। আমি বাঙালী। থাকি চাচা-চাচীর কাছে। দুই বন্ধুর একজনের নাম মুসা আমান, ব্যায়ামবীর, আমেরিকান নিগ্রো; অন্যজন আইরিশ আমেরিকান, রবিন মিলফোর্ড, বইয়ের পোকা। একই ক্লাসে পড়ি আমরা। পাশা স্যালভিজ ইয়ার্ডে লোহা-লক্কড়ের জঞ্জালের নিচে পুরানো এক মোবাইল হোম-এ আমাদের হেডকোয়ার্টার। তিনটি রহস্যের সমাধান করতে চলেছি এসো না, চলে এসো আমাদের দলে।
রকিব হাসান
রকিব হাসান-এর জন্ম কুমিল্লায়, ১৯৫০ সালে । স্বনামে-বেনামে তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা বর্তমানে প্রায় ৪০০টি। তাঁর লেখা প্রথম বই প্রকাশিত হয় ১৯৭৭ সালে, ছদ্মনামে । স্বনামে প্রথম প্রকাশিত বইটি ছিল অনুবাদগ্রন্থ, ব্রাম স্টোকারের ‘ড্রাকুলা'। এরপর অনুবাদ করেছেন জুল ভার্ন, জিম করবেট, কেনেথ অ্যান্ডারসন, মার্ক টোয়েন, রবার্ট লুই স্টিভেনসন, হেনরি রাইডার হ্যাগার্ড, ফ্রেড জিপসন, রেনে উঁইঅ, এরিক ফন দানিকেন, ফার্লে মােয়াট, জেরাল্ড ডুরেল-এর মত বিখ্যাত লেখকদের অনেক ক্লাসিক বই । অনুবাদ করেছেন মহাক্লাসিক ‘অ্যারাবিয়ান নাইটস’ ও এডগার রাইস বারােজ-এর ‘টারজান’ সিরিজ। বড়দের উপযােগী তাঁর লেখা কিছু রহস্য উপন্যাস এক সময় খুব জনপ্রিয়তা পেয়েছিল । সবচেয়ে জনপ্রিয় হয়েছে ছােটদের উপযােগী ‘তিন গােয়েন্দা সিরিজটি। এই সিরিজের তিনটি মূল চরিত্র কিশাের-মুসা-রবিনকে নিয়ে লিখেছেন আরও দুটো সিরিজ ‘তিন বন্ধু’ ও ‘গােয়েন্দা কিশাের মুসা রবিন’ । লিখেছেন ‘কিশাের গােয়েন্দা সিরিজ, খুদে গােয়েন্দা সিরিজ, জাফর চৌধুরী ছদ্মনামে ‘রােমহর্ষক’ সিরিজ এবং আবু সাঈদ ছদ্মনামে ‘গােয়েন্দা রাজু’ সিরিজ। এ ছাড়া কিশােরদের উপযােগী বেশ কিছু ভূতের বই ও সায়েন্স ফিকশনও লিখেছেন তিনি।