জেসি মেরী কুইয়া পড়াশােনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ‘আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে শেষ করেছেন স্নাতকোত্তর। মুলত বই পড়ার আনন্দ থেকেই লেখালেখি করার আগ্রহ। প্রকাশিত অনুবাদ গ্রন্থসমূহ-দ্য শারলােকিয়ান, দি অটোমান সেঞ্চুরিস, দৌজ ইন পেরাল, ঈগল ইন দ্য স্কাই, এম্পায়ার অভ দ্য মােগল-দ্য সার্পেন্টস্ টুর্থ। এছাড়াও ভবিষ্যতে মৌলিক রচনা লেখার আকাক্ষা রয়েছে।